ভালোবাসি

ভালোবাসি

আজকাল দিনগুলো স্বপ্নের মতো কাটে। যে মুহুর্তে তুমি আমার হাতে হাত রাখো ঠিক সেই মুহূর্ত থেকেই আমার চারপাশটা ভীষণভাবে বদলে যায়। নতুনভাবে জন্মাই তোমার ছোঁয়ায়। তোমাকে চাই, তোমাকেই ভালোবাসি এর থেকে কোনো সত্যি আপাতত আমার জানা নেই। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন জানে কতখানি ভালোবাসি তোমায়। তুমি তোমার ভালবাসা দিয়ে ভরিয়ে দিয়েছো আমায়। অসম্পূর্ণ আমাকে সম্পূর্ণ করেছো। আমি তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছি সম্পূর্ণরূপে।

এতদিন একা থেকেছি কারণ, ভালোবাসা মানে একা থাকা। ভালোবাসা মানে অপেক্ষা করা। একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া। যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায়। প্রথম স্বপ্নের কথা মনে পড়া। আর তুমিই সেই এক ঝলক স্বপ্ন। মনের মাঝে বয়ে চলা সব ভার এক পলকে আকাশে উড়িয়ে দিয়েছি তোমায় পেয়ে। আর তাই বারবার মনে হয়, তুমিই সেই ঈশ্বর যাকে পেতে নয়, নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে এত বছর ধরে একা হাঁটছি।

ভালোবাসি তোমায় আঙুলের স্পর্শে। ভালোবাসি তোমায় কবিতায়। ভালোবাসি তোমায় সঙ্গীতের মূর্ছনায়। ভালোবাসি তোমায় অনুভবে। আমি তোমায় ভালোবাসি। আর ভালোবাসবো মৃত্যু পর্যন্ত। হয়তো মৃত্যুর পরেও…।

ঈশ্বর আমার ….

18 thoughts on “ভালোবাসি

  1. "এতদিন একা থেকেছি কারণ, ভালোবাসা মানে একা থাকা। ভালোবাসা মানে অপেক্ষা করা। একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া। যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায়।"

    অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি বন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালোবাসি তোমায় আঙুলের স্পর্শে।

    ভালোবাসি তোমায় কবিতায় ।

    ভালোবাসার চমৎকার উপমা । অনেক সুন্দর একটা কবিতা পড়লাম কবি বন্ধু রিয়া দি'ভাই। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3.  ভালোবাসার সুপ্রিয় মানুষটি আজীবন  আপনারই হয়ে থাক এই প্রত্যাশা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

                    ভালো থাকুন সতত।

  4. ভালবাসা মানে  হৃদয়ের বন্ধন,
    ভালবাসা মানে মধুর মিলন।

    ভুল করে আমি ফুল ভালবাসি
    রাত ফুরোলেই হয় না বাসী।

    ভালবাসা তাই বুঝি  চিরন্তন, 
    ভালবাসা মানে হৃদয়ের বন্ধন।

    ———-

    সুন্দর লিখেছেন প্রিয়কবি। শুভেচ্ছা অনন্ত।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

     

  5. আমার শ্রদ্ধেয় রিয়া দিদির জন্য রইল শ্রদ্ধা সহ এক নদী ভালোবাসা ।

  6. ভালোবাসা আকারের চেয়েও বড় কিছু-অসীমের চেয়েও অসীম কিছু। কিন্তু ভালোবাসার আরেকটি রূপ আছে সে হলো আগুন! ভালোবাসায় শূন্যতা আছে। আগুন যেভাবে প্রভাব বিস্তার করে ভালোবাসা ও সেভাবে এগিয়ে চলে যখন হিরার মতো চকচকে আলো সোনার মতো রং আর প্রকৃতপক্ষে একজন আরেকজনের জন্য তৈরি হয়। ভালো লেগেছে ম্যাম সহজসরল বর্ণনা। মুগ্ধ হলাম। শুভকামনা আপনাাকে ।

    1. সঠিক বলেছেন কবি শামীম দা। আপনার মন্তব্যে ভাল লাগলো। ধন্যবাদ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।