আহবান

পৃথিবীর বাতাসে আর পারিনা নিঃশ্বাস নিতে
বিষাক্ত বারুদের ধোয়া বুকে চলেছি পৃথিবীতে,
বাতাসের ভোঁ ভোঁ শব্দ শুনতে পাইনা কানপেতে
অস্ত্রের ঝনঝনানিটাই কেবল কানে শুধু বাজে ৷

অস্ত্রের মুখে আজ জিম্মি আমার প্রিয় স্বাধীনতা
অস্ত্রের মুখেই স্তব্ধ হয়েছে আজ সারা পৃথিবীটা,
অনুবিক্ষণেও আর পাইনা খুঁজে বিপন্ন মানবতা
মানুষের রুপে বাস করে যেনো অন্য আরেক সত্তা ৷

যদি বাঁচার জন্য অন্য চাই হাতে তুলে দাও অস্ত্র
বুঝেছি আজ এটাই হলো দলে ভেড়ানোর মূলমন্ত্র,
চিৎকার করে বলছো তোমরা-তোমরাই গণতন্ত্র
কাছে গিয়ে দেখি তোমরাই আজও হওনি একত্র ৷

ভুলে যাও আজ ভুলে যাও সব ধর্ম,বর্ণ,গোত্র
যুদ্ধ, দাংগা হানাহানি থেকে নিজেকে করো মুক্ত,
মানুষে-মানুষে ভুলে যাও আজ সকল দ্বিধা দ্বন্দ
বিশ্ব জুড়ে গণতন্ত্র হয়ে যাবে স্বাধীন আর স্বতন্ত্র।

3 thoughts on “আহবান

  1. বিশ্ব জুড়ে গণতন্ত্র হয়ে যাক স্বাধীন আর স্বতন্ত্র।

    হোক মানব বান্ধব এমন প্রত্যাশাই করি। শুভেচ্ছা মি. কাজী জুবেরী মোস্তাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. কবিতার জন্য শুভেচ্ছা রেখে গেলাম মোস্তাক ভাই। কেমন আছেন? :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।