কি হবে কবিতায়

মায়ের হাতের রান্না
আর বাবার করা হাট বাজার
আমার পড়া পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্য।

সে সব ছেড়ে মিথ্যে কবিতার পেছনে
আমার দিনরাত
আমাকে পরিশ্রান্ত করে
অবসন্ন করে।

তারপর মা বাবার ভূমিকায় আমি
লিখতে থাকি ছোট ছোট কবিতা
জীবনের আদর অনাদর আবদার।

8 thoughts on “কি হবে কবিতায়

মন্তব্য প্রধান বন্ধ আছে।