মায়ের হাতের রান্না
আর বাবার করা হাট বাজার
আমার পড়া পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্য।
সে সব ছেড়ে মিথ্যে কবিতার পেছনে
আমার দিনরাত
আমাকে পরিশ্রান্ত করে
অবসন্ন করে।
তারপর মা বাবার ভূমিকায় আমি
লিখতে থাকি ছোট ছোট কবিতা
জীবনের আদর অনাদর আবদার।
মায়ের হাতের রান্না
আর বাবার করা হাট বাজার
আমার পড়া পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্য।
সে সব ছেড়ে মিথ্যে কবিতার পেছনে
আমার দিনরাত
আমাকে পরিশ্রান্ত করে
অবসন্ন করে।
তারপর মা বাবার ভূমিকায় আমি
লিখতে থাকি ছোট ছোট কবিতা
জীবনের আদর অনাদর আবদার।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পরিশেষ আমারও এই একই ভাবনা … কি হবে কবিতায় !! কতকাল আর সমঝোতা !!
ঠিক বলেছেন
ভাল থাকবেন
খুবই সংক্ষিপ্তে মনের ভাবটি প্রকাশ করেছেন কবি।
আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন
আসলেই তাই। কি হবে কবিতায় ?
ধন্যবাদ
ভাল থাকবেন
ভাবনাটা দারুণ; মন ছুঁয়ে যায়!
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন