বদলে যাওয়া দিন, বদলে যাওয়া তুমি

অনেকটা পথ একসাথে হেঁটে আসা
অনেকটা সময় পাশাপাশি বসে থাকা,
সময়ের গণ্ডিকে পেরিয়ে যাওয়া সময়,
এইসব নিয়েই আমাদের যাপিত জীবন।
মাঝে মাঝে এই সব যাপিত জীবনকেই
মনে হয় ভালোবাসি, ভালোবাসি খুব।

অথচ—
কি আশ্চর্য ! কি অদ্ভুত এক মায়া!
আমাদের ভালোবাসা যে তোমার কাছে
ভালোবাসা নামের এক অখন্ড অবসর!
তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার
মধ্যবর্তী ফিলার, কিছুটা শূন্যতা পূরণ!
ইচ্ছাকৃতভাবে ভুলে হয়ে যায় বার বার।

অথচ এটাই সত্য, এটাই বাস্তবতা,
যেদিন তোমার হৃদয় বাঁধা পরবে
অন্য কোন যুবকের উষ্ণ ভালোবাসায়,
কি নিদারূন যুক্তিতে আমি হয়ে যাই
এক অপাংক্তেয় কবিতার পংক্তিমালা।

আজকের এই সুন্দর দিন আর সময়,
আজকের এই সোনামাখা রৌদ্রময় সকাল,
সূর্যের গনগনে আগুন ঢালা মধ্যাহ্ন,
ছায়া ঘেরা মায়াময় বিকেল, সবকিছু ম্লান
হয়ে পরিনত হবে এক বিদায়ী সন্ধ্যায়,
তুমি সেইসব ঝরে পরা বিকেল অথবা সন্ধ্যায়
উচ্ছ্বসিত হয়ে হাত তুলে দিবে তোমার
সেই কাংখিত যুবকের হাতে, প্রেমিকের হাতে।
আর আজকের এই দিনগুলো হবে বিদ্রূপের।
৩১শে জানুয়ারী, ২০১৯। ঢাকা।

3 thoughts on “বদলে যাওয়া দিন, বদলে যাওয়া তুমি

  1. "সেইসব ঝরে পরা বিকেল অথবা সন্ধ্যায়
    উচ্ছ্বসিত হয়ে হাত তুলে দিবে তোমার
    সেই কাংখিত যুবকের হাতে, প্রেমিকের হাতে।
    আর আজকের এই দিনগুলো হবে বিদ্রূপের।" ___ শেষ লাইনে চেনা বিরহ সুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আপনার কবিতায় বিশদ বলতে আমরা যেটা বুঝি তেমন ভাবে আলোকিত থাকে। ধন্যবাদ রাশেদ ভাই। আপনার কবিতা পড়তে ক্লান্তি আসে না। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।