ও কাজল কাল রাত তুমি
বল আমার কৃষ্ণ বরণ সখীরে
ইশারায় সে কেন ডাকে না আর আমাকে।
তার চন্দন টিপে জ্বলে সন্ধ্যাতারা
আমার ডাকে দেয় না আর সারা
ভুলিতে কেন পারি না কেন আর তাকে।
সে যে এমন সখী, বলব কি তার কথা
কখনও সে আমায় ডেকে বলে না আর সখা।
নিশীথে সে ফুলের সাথে কথা বলে চুপি চুপি
নীল যমুনা আছে তার আঁখি জলে
জানি না কেমন করে মনের কথা বলি তাকে।
সালাম নিবেন দাদা
সুন্দর ভাবপূর্ণ কাব্য অনেক দিন পর পাঠ করলাম
ভালা থাকুন—–
ধন্যবাদ, ধন্যবাদ।
ভালো লাগলো কবিতা।
ধন্যবাদ প্রিয় ছড়াকার।
অভিনন্দন প্রিয় ভালোবাসার বন্ধু।
আপনাদের ভালবাসায় সিক্ত বন্ধু!

সুন্দর কবিতা প্রিয় খালিদ দা।
ব্লগে অনিয়মিত হতে হয়েছে তাই কারোও মন্তব্যের জবাব এবং লেখায় যেতে পারছিনা। দুঃখিত দিদিভাই!
সহজ সরল কথায় গীতি কবিতাটি সুন্দর হয়েছে খালিদ ভাই।
কবির কাছে সুন্দর শোনা মানে মনের প্রশান্তি বৃদ্ধি। ধন্যবাদ প্রিয় কবি।
অনেক সুন্দর গোছানো লেখা।
ধন্যবাদ আপা।
