নৈতিকতার অমরত্ব লাভ
অমরত্বের জন্য নৈতিকতা মারা গেছে !
জীবিত নৈতিকতা ক্রীতদাস হয়েছে;
সুবাসটুকু ঘোর ফের করে যেখানে সেখানে-
স্মৃতি বিস্মৃতি ভুলে গেছে সব।
দুই একটা পাখির কেচামেচিতে
নৈতিকতার কিছু আসে যায় না বরং
প্রতিহিংসার ফুলেল-যেমন নর্দমার গন্ধ উড়ল
তবে কি আমরা মৃত্যুকে ভয় পাচ্ছি না তো-
মৃত্যুকে স্মরণ করছি না তো
তাই নৈতিকতা অমরত্ব লাভ করেছে-
পথে ঘাটে কিংবা নদী জলে অসহায় মাটির তরে
হায় নৈতিকতার অমরত্ব লাভ।
২৫ মাঘ ১৪২৫,০৭ ফেব্রু’১৯
——————————–
আপনার এমন অসাধারণ চেতনালুব্ধ লিখাটিতে মুগ্ধ হলাম মি. আলমগীর সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
'অমরত্বের জন্য নৈতিকতা মারা গেছে !
জীবিত নৈতিকতা ক্রীতদাস হয়েছে;
সুবাসটুকু ঘোর ফের করে যেখানে সেখানে-
স্মৃতি বিস্মৃতি ভুলে গেছে সব।' দারুণ কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
চমৎকার কবি লিটন ভাই। একরাশ শুভেচ্ছা।
জ্বি সৌমত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
নরপশুদের অট্টহাসিতে আজ
নৈতিকতার অবয়ব হয়ে গেছে মলিন
তাই মানবতার সুখপাখিটা আজ
হয়েগেছে সমাজ থেকে বিলীন
জ্বি সেতুবন্ধন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
পথে ঘাটে কিংবা নদী জলে অসহায় মাটির তরে
হায় নৈতিকতার অমরত্ব লাভ।
* কবি, শুভ কামনা সবসময়….
জ্বি হুসাইন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-