গোলাপের বিনিময়ে

শীতের অবসান ঘটিয়ে আনন্দ বার্তা নিয়ে উপস্থিত হয় ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভ আর অপরূপ রূপ প্রেমিক মনকে করে তোলে উদাসী। এই উদাসী মনকে প্রশান্তি দিতে মধুর কণ্ঠে অবিরাম গান শোনায় কোকিল। আর এই ভাষা ও ভালোবাসার মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক অঙ্গনে চলে যায় একটা সপ্তাহ, যাকে আমরা বলি ‘ভ্যালেন্টাইন্স উইক’।

ভালোবাসার প্রতীক হল লাল গোলাপ। ভালোবাসার এই প্রতীকটির দিবস আনুষ্ঠানিকভাবে প্রথম নামকরণ করেন ডেনমার্কের রানি আলেকজান্দ্রা। ৫০তম বিবাহবার্ষিকীতে আলেকজান্দ্রা লন্ডনে এলে লন্ডনের অধিবাসীরা তাকে হাজার হাজার লাল গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান। আলেকজান্দ্রা এত গোলাপ দেখে তো হতবাক! তিনি এক সিদ্ধান্ত নিলেন, এই হাজারখানেক গোলাপগু বিক্রি করে সেই টাকা দিয়ে দরিদ্র, অসুস্থ মানুষদের প্রতি সেবার, ভালোবাসার হাত বাড়িয়ে দিতে বললেন। লাল গোলাপ দিয়ে ‘তার’ মুখে হাসি ফোটানোর জন্য পালিত হয় বিশেষ রোজ ডে।

‘সখী ভালোবাসা কারে কয়’—বহু বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই ভালোবাসার অর্থ খুঁজেছিলেন। কারণ, ভালোবাসার অর্থ যে গভীর দ্যোতনাময়। এই অর্থটি বুঝতে এবং অপরকে বুঝাতে আপনিও ভালেন্টাইন’স পঞ্জিকার সাতটি দিন উদযাপন করতে পারেন আপনার প্রিয়জনকে নিয়ে। তাহলে কি শুধু একটি দিন বা একটি সপ্তাহ ভালোবাসার জন্য? অবশ্যই নয়। ভালোবাসা হলো সারা বছরের, সারা দিনের। সারা জীবনের। তাই ভালোবাসার মানুষটির বা মানুষগুলোর সাথেই থাকুন, তাদের সাথেই উপভোগ করতে পারেন আপনি নববসন্তের প্রকৃতি।

শব্দনীড় –এর সাথে সংযুক্ত সকল কবি, সাহিত্যিক ও লেখক-লেখিকাগণকে জানাই পবিত্রতম হ্যাপি রোজ ডে (গোলাপ দিবস)-এর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে দাঁড়ান। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

গোলাপের বিনিময়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

গোলাপ দিবস আজি জানে সর্বজনে,
প্রেমের গোলাপ ফুটে হৃদয় কাননে।
গোলাপের ভালবাসা ব্যর্থ নাহি হয়,
ভালবাসা করে জয়, সবার হৃদয়।

গোলাপের বিনিময়ে প্রীতির বন্ধন,
শুভেচ্ছার বিনিময়ে প্রফুল্লিত মন।
ভালবেসে কর যদি গোলাপ প্রদান,
দিনে দিনে বৃদ্ধি হয়, অর্থ যশ মান।

করিলে গোলাপ দান ভালবাসা হয়,
মিলেমিশে থাকে দুটি অভিন্ন হৃদয়।
হৃদয়ের ভালবাসা পবিত্র গোলাপ,
গোলাপ প্রদানে তাই নাহি হয় পাপ।

ভালবাসা মূল্য দিয়ে কেনা নাহি যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

11 thoughts on “গোলাপের বিনিময়ে

  1. হ্যাপি রোজ ডে'র আলোচনা এবং কবিতার সংযুক্তি পোস্টকে সম্মানিত করেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রস্তাব দিবস আজি, পূণ্য শুভ-ক্ষণ,

      শুভেচ্ছা জানাই আমি ভাণ্ডারী লক্ষ্মণ।

      সু-মন্তব্যে মুগ্ধ মোর হৃদয় অঙ্গন,

      আন্তরিক প্রীতি মোর করিও গ্রহণ।

       

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি প্রপোজ ডে (প্রস্তাব দিবস)-এর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আর গোলাপী অভিনন্দন বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক সাথে থাকুন, পাশে রাখুন সকলের পাশে দাঁড়ান জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. প্রস্তাব দিবস আজি, পূণ্য শুভ-ক্ষণ,

      শুভেচ্ছা জানাই আমি ভাণ্ডারী লক্ষ্মণ।

      সু-মন্তব্যে মুগ্ধ মোর হৃদয় অঙ্গন,

      আন্তরিক প্রীতি মোর করিও গ্রহণ।

       

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি প্রপোজ ডে (প্রস্তাব দিবস)-এর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আর গোলাপী অভিনন্দন বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক সাথে থাকুন, পাশে রাখুন সকলের পাশে দাঁড়ান জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

  2. ভালবাসা মূল্য দিয়ে কেনা নাহি যায়,
    লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।

    সুন্দর হয়েছে কবিতা এবং আলোচনাটি। অভিনন্দন দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রস্তাব দিবস আজি, পূণ্য শুভ-ক্ষণ,

      শুভেচ্ছা জানাই আমি ভাণ্ডারী লক্ষ্মণ।

      সু-মন্তব্যে মুগ্ধ মোর হৃদয় অঙ্গন,

      আন্তরিক প্রীতি মোর করিও গ্রহণ।

       

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি প্রপোজ ডে (প্রস্তাব দিবস)-এর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আর গোলাপী অভিনন্দন বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক সাথে থাকুন, পাশে রাখুন সকলের পাশে দাঁড়ান জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

  3. ভালবাসা মূল্য দিয়ে কেনা নাহি যায়,
    লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।

    ভালোবাসা ভালোবাসা দিয়ে তো কেনা যায় । সেটাও একটা মূল্য কিন্তু । অবশ্য মাবাবার ভালোবাসাই পৃথিবীতে বিনিময় চায় না । 

    তবু ভালোবাসাময় হোক পৃথিবী । 'রোজ ডে'র শুভেচ্ছা আপনাকে  ।

    1. প্রস্তাব দিবস আজি, পূণ্য শুভ-ক্ষণ,

      শুভেচ্ছা জানাই আমি ভাণ্ডারী লক্ষ্মণ।

      সু-মন্তব্যে মুগ্ধ মোর হৃদয় অঙ্গন,

      আন্তরিক প্রীতি মোর করিও গ্রহণ।

       

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি প্রপোজ ডে (প্রস্তাব দিবস)-এর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আর গোলাপী অভিনন্দন বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক সাথে থাকুন, পাশে রাখুন সকলের পাশে দাঁড়ান জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. প্রস্তাব দিবস আজি, পূণ্য শুভ-ক্ষণ,

      শুভেচ্ছা জানাই আমি ভাণ্ডারী লক্ষ্মণ।

      সু-মন্তব্যে মুগ্ধ মোর হৃদয় অঙ্গন,

      আন্তরিক প্রীতি মোর করিও গ্রহণ।

       

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি প্রপোজ ডে (প্রস্তাব দিবস)-এর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আর গোলাপী অভিনন্দন বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক সাথে থাকুন, পাশে রাখুন সকলের পাশে দাঁড়ান জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।