তুমি কি দেখেছ বন্ধু?
তুমি কি দেখেছ,
কাউকে না খেয়ে মরতে?
আমি দেখেছি,
ক্ষুধার জ্বালায় ছটফট করতে!
তুমি কি দেখেছ,
একসময় কাপড়ের যে ছিল অভাব?
আমি দেখেছি,
লেংটি পরাই ছিল মানুষের স্বভাব!
তুমি কি দেখেছ,
একসময় কেউকে কলাপাতায় লিখতে?
আমি দেখেছি,
কলাপাতায় লিখে লেখা-পড়া শিখতে!
তুমি কি দেখেছ,
বাঁশের কঞ্চি দিয়ে কলম বানাতে?
আমি দেখেছি,
বাঁশের কঞ্চি দিয়ে লেখা শেখাতে!
তুমি কি দেখেছ,
একসময় মানুষকে কলাপাতায় খেতে?
আমি দেখেছি,
কলাপাতায় খেতে যেকোনো দাওয়াতে!
মি. নিতাই বাবু। আমি বলবো না যুগের সাথে সময় বদলেছে …
বলবো সময়ের সাথে যুগটাই যেন পাল্টে গেছে। অতীতকে কখনও অচেনা মনে হয়।
কাজের চাপে ব্লগপোস্টের মন্তব্যের জবাব ঠিকমত দিতে পারি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি মনঃক্ষুণ্ণ হবেন না শ্রদ্ধেয় কবি দাদা। আপনাদের মন্তব্য পেকে ব্লগে লখতে মন চায়। কিন্তু বাদ সাদে ঐ সময়। তাই আর পেরে ওঠতে পারি না। মন্তব্যের জন্য শ্রদ্ধা আর কৃতজ্ঞতা দুটোই রইল।
চোখের সামনে থেকে কতটা সময় আর যুগ যেন পেরিয়ে গেলো। শুভেচ্ছা কবি দা।
আমার মনে হয়, এইতো সেদিনের কথা! এখনো মনে আছে আমার। থাকবেও মৃত্যুর আগ পর্যন্ত দিদি। আমি লেংটি আমলের মানুষ। পড়েছিও ।
রেয়ার কনসেপ্ট। শুভেচ্ছা কবি নিতাই বাবু।
মনে পড়ে গেল তাই লিখলাম শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। ভালো থাকবেন আশা করি।