হাসনাহেনা
কে বেশি সুন্দর, হাসনাহেনা ফুল
নাকি কোন ফুলওয়ালী
না হাসনাহেনা নাম ওয়ালী,
ভেবে পাইনা এ কোন্ হেয়ালী
না হয় সে, গোলাপ ফুলের তোড়া
না হয় সে, অপরুপা রজনীগন্ধার ইষ্টিক
না সে শুধুই হাসনাহেনা:
নৈঃশব্দ্যে ফুটেছে ফুল গভীর রাতে
শুভ্র জ্যোৎস্নায় থোকা থোকা,
পুষ্প বৃষ্টির নিরন্তন জ্যোৎস্না ধারার সুঘ্রাণে
প্রকৃতি হয়েছে মাতোয়ারা ;
যখনই আমি যাই তার ফুলের দোকানে
কবি বলে ডাকে সে আমারে ,
আসলে কি আমি কোন কবি
না কোন দুঃস্বপ্নের ছবি !
পাই না আমি কষ্ট কোন
লিখবো আমি কেমন করে..
আমার নামের কবিতা টি !
যখনই আমি যাই তার ফুলের বাগানে
হেয়ালী করে বলে সে আমারে,
আমার বাগানের পুরোটাই হাসনাহেনার আবাদ —–
কি নির্মল!
কি অপরুপ ..
শুভ্র কোমল থোকা থোকা
হাসনাহেনার এই আবাস,
যেন খন্ড খন্ড মেঘ পালক শরৎ চিত্র
ছড়িয়ে ছিটিয়ে আছে আমার হৃদয়াকাশ !
09.02.2019
ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো – অতএব হাসনাহেনাও সুন্দর ফুল ।
ধন্যবাদ নতুন কবি বন্ধু। শুভেচ্ছা নিন।
কি নির্মল!
কি অপরুপ ..
শুভ্র কোমল থোকা থোকা
হাসনাহেনার এই আবাস,
যেন খন্ড খন্ড মেঘ পালক শরৎ চিত্র। ____ চমৎকার বর্ণনা। অভিনন্দন কবি।
হাসনাহেনা ফুল! নাইস …. হাসনাহেনা ফুল সবসময় সুন্দর। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত হলাম প্রিয় আজাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা নিরন্তর।
গত দুই দিন ধরে শব্দনীড় ব্লগে ঢুকতে পারছিলাম না। যাই হোক এখন ঠিক আছে।
বাহ্ রানু দি ভাই। আপনার নামের সার্থকতা ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ প্রিয় কবি বন্ধু রিয়া দি' ভাই।শুভ কামনা রইলো আপনার জন্য।
বেশ ভাবপূর্ণ কাব্য রানু আপু
ধন্যবাদ কবি লিটন সরকার। শুভেচ্ছা নিন।
অপুর্ব প্রকাশ।
ধন্যবাদ কাজী রাশেদ। শুভেচ্ছা নিন।
শুভেচ্ছা রেখে গেলাম আপা।
আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম এবং আপনার জন্য শুভকামনা রইলো শাকিলা তুবা।