ফাল্গুন ঘুড়ি

ফাল্গুন ঘুড়ি

ঘোড়ায় চরে- রাঙা ঘুড়ি উড়াব
আর আলোর তাপে তুষ্ণা দিবে
আইলপাথারে দৌড়াব শুধু দৌড়াব;
ও সূর্য মামা– ও সূর্য মামা-
কথায় তোমার ফাল্গুন মেঘের আড়ি
গলাই পারাব রাঙা ফুলের দড়ি;

ও সূর্য মামা– ও সূর্য মামা-
আর সহ না নদীর ঢেউয়ে কারাকারি
তরী চলে কোন গতি- নাই জানা
এই পিরিতি- শুধু বুঝি দেহ মাটি !
রঙের ফাল্গুন -রঙের খেলা এমনি
রবে- উড়বে যে সাদা মেঘের ঘুড়ি-
তারার মেলা তারার মেলা- কে দেখিবে
ভাবনা জুড়ে ফাল্গুন ঘুড়ির আড়ি।

২৯ মাঘ ১৪২৫,১১ ফেব্রু’১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ফাল্গুন ঘুড়ি

  1. ফাল্গুন মেলা অসাধারণ লাগে কবিবাবু। আহা আগের সেই দিন গুলো যদি আবার ফিরে পেতাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।