ঊর্ণি চূর্ণি ২৪

ঊর্ণি চূর্ণি

ট্রেন আসা কিম্বা না আসার টাইমটেবল এক মস্ত ধাঁধা। দুটো শূন্য
পাশাপাশি বসে কেবল কাটাকুটি খেলে…কাটাকুটি খেলে…কাটাকুটি খেলে…
প্ল্যাটফর্মের একেবারে ল্যাজের ডগায় বসে এক হতগুর্বো একমনে
ভাত খায়, কষ্টের চেয়ে চিন্তে কিম্বা একবার শুয়ে জুটিয়ে আনা পরমান্ন
তিনটে তেত্রিশের লোকাল নিঃশব্দে কোনো নোটিশ ছাড়াই ভোকাট্টা।
বলেছিলে একটা গল্প লিখতে, তোমার আমার তাহাদের সমাধান না হওয়া
পহেলুর নির্দ্বিধ গল্প; বলেছিলে হাঁসের জলছবি আঁকতে সোনারং রোদ্দুরে।
অথচ গল্পটা নিজের থেকেই বেড়ে উঠছিল, ছায়ায় কাঁপছিল তুরতুর তুরতুর …
আমাদের বাইক সফরের মধ্যবর্তী দেওয়ান-ই-আম
মুড়ি ঘুগনি, জলচল সাবওয়ে আর হঠাৎ পেতে রাখা একলা হ্রদের তীরে
আমার আর তোমার আর তাহাদের আশেপাশেই গল্পের পরবর্তী পরিচ্ছেদ
তীক্ষ্ণ অথচ মোলায়েম আশ্চর্য এক প্রচ্ছদ লুকিয়ে পাপারাৎজি হয়েছিল।
আমাদের তারা খসা ও তারা জন্মানোর বিরতিতে জন্ম নিচ্ছে অরণ্য সন্তান।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

16 thoughts on “ঊর্ণি চূর্ণি ২৪

  1. আমাদের তারা খসা ও তারা জন্মানোর বিরতিতে জন্ম নিচ্ছে অরণ্য সন্তান।

    অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দুটো শূন্য পাশাপাশি বসে কেবল কাটাকুটি খেলে…কাটাকুটি খেলে…কাটাকুটি খেলে…

    অথবা-

    আমাদের তারা খসা ও তারা জন্মানোর বিরতিতে জন্ম নিচ্ছে অরণ্য সন্তান

    কবিতাকে যদি “শব্দ শিল্প”  বলি এটি দারুণ একটা কবিতা; যদি ভাবের শিল্প বলি তখন এটি আরো বেশি! লেখার ম্যাচুরিটি, উপমা বা কাব্যরুপের যেকোন অনুষঙ্গ এই কবিতায় দারুণভাবে উপস্থিত !

    ভীষণ মুগ্ধ!

  3. বলেছিলে একটা গল্প লিখতে, তোমার আমার তাহাদের সমাধান না হওয়া

    চমৎকার প্রকাশ  সৌমিত্র চক্রবর্তী দাদা। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আপনার এই লেখাটা পড়েছিলাম ঠিক, মন্তব্য করবো করবো ভেবেও আর মন্তব্য করা হয়নি। আজ আমি সময় পেয়ে আপনার লেখা টা আবার পড়লাম দাদা। খুব ভালো লিখেছেন সৌমিত্র দাদা। বলতে গেলে অসাধারন লেখনী দাদা। শুভকামনা সারাক্ষন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।