ওরে সাধুবালা

ওরে সাধুবালা

নদী দেখিলাম -জলও দেখিলাম
দেখিলাম না ঢেউয়ে তুলা ঋজু!
চর পরছে নদীর বুকে
অজানা চর- কেউ বলে চোরাবালি
কেউ বলে ধোঁয়াশালী;
স্বপ্নে পুড়া ঘোর।

বলি যে শুধু মাটির গায়ে ঋতু
মাঠে ময়দানে দেখিলাম না ঋদ্ধ-
সেতো সাধুবালা-
রঙের খেলা -গান গেয়ে যায়
পাখির পালা-
শুনতে কেউ করে না মানা;

ওরে অন্ধচোখে বন্ধ করে
এমন কি হয়ে অন্তঃজ্বলা
ওরে নদীর জলও মুখ-
স্বপ্ন দেখি শুধু তোরী সুখ।

৩০ মাঘ ১৪২৫, ১২ ফেব্রু’১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “ওরে সাধুবালা

  1. আপনার প্রখর সৃষ্টি শক্তি আমাকে বিষ্মিত করে বাউল কবি মি. আলমগীর সরকার। অভিনন্দন রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চমৎকার প্রকাশ কবি লিটন সরকার।ভাল লেগেছে। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আপনার লেখায় অভিনবত্ব আর স্বাতন্ত্রতা বোধ বেশ ভাল ভাবেই আমি খুঁজে পাই কবিবাবু। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।