নিঃশব্দ কবি

নিঃশব্দ কবি

এক নিস্তব্ধ নিঃসঙ্গ কাশফুল বিকেলের
ঠোঁটে ঘুমিয়ে থাকা
কাঁচ নদীর ঢেউ এর স্রোত ভেঙ্গে ভেঙ্গে আমি
দু’হাত ভরে শব্দ কুড়িয়েছি,
কবিতায় দু’চরণ মনের কথা লিখবো বলে..
একদিন সেই কাঁচের আঘাতে আঘাতে
আমার দু’হাত রক্তাক্ত হয়েছে :
অথচ, মন অক্ষত আছে
এক ফোঁটা দাগ কাটেনি ও মনে !
কাঁচ নদীর পাড় ভাঙার শব্দ আছে
ভারী দুঃখ গুলো আমার মতো কাঁদে ,
পোড়ে —
হা, আমি দুঃখ গুলো বুকের মাঝে
অবলোকন করি ;
পৃথিবীর সব কোলাহল থেমে যাবে
একদিন,

আমার যেমন দু’ফোটা দুঃখ বিলাসী মনে
কখনোই সুখের পায়রা উড়েনি —
চাঞ্চরিক, সময় সুনামির মতো আঘাত
হেনেছে বারবার এ বুকে !
তবু দুঃখ অরণ্য আমায় ছেড়ে যায়নি,
আমার মনের মাঝে ভীষণ ক্ষীপ্রতায়
তুষাদ্রী ধবল মেঘের বলয় ভাঙে
আমি তখন মৃত্যুতে লিখে দিই প্রাণ!

জানি, আমার প্রিয় পৃথিবীর রং বদলায়
আকাশের মতোই –
দফায় দফায়
আর আমি আজও বদলাতে পারিনি এতটুকু ও ———–

12.02.2019

10 thoughts on “নিঃশব্দ কবি

  1. বাহ্বা বোন হাসনাহেনা রানু। একেবারে টাটকা লিখা পড়ে ফেললাম আজ। চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত হলাম কবি সৌমিত্র চক্রবর্তী দাদা। শুভ কামনা আপনার জন্য প্রতিনিয়ত ।

      ভাল থাকুন দাদা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. তবু দুঃখ অরণ্য আমায় ছেড়ে যায়নি,
    আমার মনের মাঝে ভীষণ ক্ষীপ্রতায়
    তুষাদ্রী ধবল মেঘের বলয় ভাঙে
    আমি তখন মৃত্যুতে লিখে দিই প্রাণ!

    মনের ভাবটুকুন অসাধারণ ফুটিয়ে তুলেছেন প্রিয় কবি দি। অনবদ্য বলতে পারি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. প্রিয় কবি রিয়া দি 'ভাই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিন । ভাল থাকুন সবসময়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আনন্দ সুখ যাতনা এই নিয়েই আমাদের জীবন পরিবেষ্টিত।

    কবিতায় দুঃখবেদনা বোধ থাকলেও মূল জীবনে সুখি হোন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।

    1. প্রিয় কবি আজাদ ভাইয়া ,আপনার সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত হলাম আরও এক ধাপ। ভাইয়া আমি দুঃখ বিলাসী। দুঃখ টাকেই জয় করেছি।তাই সুখ বিলাসী হতে চাই না। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি বন্ধু শাকিলা তুবা,এক কথায় প্রকাশের জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. মুগ্ধতা নিয়ে পড়লাম। শক্ত গাঁথুনি।

    "জানি, আমার প্রিয় পৃথিবীর রং বদলায়
    আকাশের মতোই –
    দফায় দফায়
    আর আমি আজও বদলাতে পারিনি এতটুকু ও ———–"

    মন ভরে গেল!

    1. শুভ কামনা আপনার জন্য, কবি বন্ধু মিড ডে ডেজারট। শুভেচ্ছা নিন ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।