এ কোন জীবন আমাদের

apx

নির্ভোগ স্মৃতির আড়ালে স্থির- নিশ্চল ফ্রেমে
একটি জীবন কম্পোজিশনে ধরে রেখে চেয়ে দেখি
নিয়নের গুঁড়ো ফুটপাতে আর মেট্রোপলিস ষ্ট্রীটে
আলিম্পনের অলীক ম্যাজিকে রাত্রির ছবি আঁকে;

রাত্রি তো নয়, গোলাপের ক্ষত; শাণিত ছুরির ফলা
নীল বিদ্যুতে উদ্যত আর সাপীনির খোলা চোখে
থমকে দাঁড়ায় চকিত প্রহর; স্কাইক্র্যাপারের ঘাম
এয়ারকুলারে শুকাবে না জানি শেষ অন্কের আগে।

apx2
মনোভাবনার প্রকাশ। মাঝে মাঝে স্মৃতিরা হারিয়ে যায়।
ফিরিয়ে আনার চেষ্টা নিলাম।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter