শুধু ভালবাসা

শুধু ভালবাসা

আজ শুধু ফাল্গুনের
আগুনে ভালবাসও-
কাল না হয় না বাসও
কত ভালবাসে বলো
জানি একদিন ফুরিয়ে যাবে
আবার ফাল্গুন এলে
দুর্বাঘাসের রঙবিরলে
একটু ভালবাসও:
দৃষ্টি তো পায় না দেখা
শুধু অনুভূতির ম্পর্শ ছুঁয়া
এই বুঝি ভালবাসা
খুব গভীরে আলপনা
জোছনাতে আলিঙ্গন
এই বুঝি লজ্জাবতী
মুখ ফোড়ন- শুধু ভালবাসা।

০১ ফাল্গুন ১৪২৫, ১৪ ফেব্রু’১৯
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “শুধু ভালবাসা

    1. জ্বি মুরুব্বী দা আপনাকেউ অনেক ভালবাসা জানাই

      ভাল থাকুন——–

  1. আজ ভালোবাসা দিবস। এই বিশেষ দিবসে গরিবের পক্ষ থেকে আপনার জন্য এক সাগর ভালোবাসা রেখে দিলাম, দাদা। তা কোনওএক সময়  দেখা হলে বুকে বুক মিলিয়ে মিশে দেওয়া হবে। আশা করি ভালো থাকবেন। ভালোবাসার জয় হোক।

    1. সত্যই দাদা ভালবাসা ছুঁয়ে গেলো

      সমস্ত কবিতায়——

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

  2. চমৎকার প্রিয় কবি লিটন ভাই। ভালোবাসা দিবসের অভিনন্দন রেখে গেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আলমগীর সরকার লিটন: কবিতা এবং প্রচ্ছদ ছবি দু'টোয় চমৎকার প্রকাশ। শুভ কামনা রইলো কবি আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।