চায়ের কাপে অপেক্ষা

চায়ের কাপে অপেক্ষা

পাশে অলস পড়ে থাকে সেল ফোন ;
ঘন্টার পর ঘন্টা !
হঠাত টুং করে আওয়াজ হতেই আমি চমকে উঠি ;
হুম, নোটিফিকেশন এসেছে ;
কিন্তু সেগুলো আমার পেইজ থেকে।
গত দশ বছরের ডিজিটাল দুনিয়াতে আর কিছু কামাই না করি ;
কয়েক খানা পেইজের সুপার এডমিন পোস্টটা ঠিকঠাক
দখল করে রেখেছি।
জানি, দখল করে থাকার মধ্যেও যোগ্যতা আছে,
কিন্তু সেই যোগ্যতা কেবল আমার প্রফেশনে ;
বাস্তবিক অর্থে কাওকে দখল করবার কোন যোগ্যতাই
আমার কোন কালেও ছিল না।

মাঝে মধ্যে এমন উদ্ভট ইচ্ছেরা এই অসময়ে যখন উঁকি ঝুঁকি
মারার চেষ্টা করে,
তাকে আমি কঠিন ভাষায় পরাস্ত্র করি।
ভীষন রকম সন্দেহ বাতিক হয়েছে আমার ;
কাউকেই আর বিশ্বাস করতে পারছি না আগের মতোন।
কিছুটা সময় কথার খেলায় মেতে ওঠার পরেই মনে হতে থাকে –
এই গল্পটা বুঝি সে আরো একটি মেয়ের সাথেও করছে,
সেই একই আবেগ, একই কণ্ঠ ;
ব্যাস, সীমানা রেখায় শেষাংক টেনে দিলাম।

আমার আসলে মুঠোফোনের কাছ থেকে চাইবার মতোন কিছু নেই ;
সেখানে কোন মিসকল হয়ে থাকলো কীনা,
সেখানে মন ভালো করে দেবার মতোন কোন বার্তা এলো কীনা ;
কিচ্ছু না।
আমার শুধু একটাই কষ্ট ;
মন খারাপের সন্ধ্যেগুলো ধূলোয় মিলিয়ে যাচ্ছে প্রতিনিয়ত,
মিরপুর স্টেডিয়ামের গলি ঘেষে আর ফুচকা খাওয়া হয় না।
অফিস ফেরার পথে লাভ রোডের তে’মাথায় বসে
মাল্টা দেওয়া গরম কাপে ঠোঁট ভেজাতে পারিনা।

চা’য়ের অবসরে ঝড় ওঠাবার জন্যেও বুঝি একজন বিশ্বস্ত বন্ধু লাগে !!

______________________________
“চায়ের কাপে অপেক্ষা” অপেক্ষা করছে পাঠকের জন্য।
স্টল নং -২৮৯, সোহরাওয়ার্দী উদ্যান। অমর একুশে গ্রন্থমেলা ২০১৯।

12 thoughts on “চায়ের কাপে অপেক্ষা

  1. 'চায়ের কাপে অপেক্ষা' গ্রন্থটির নাম তো অসাধারণ হয়েছে কবি বোন !! বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শুভকামনা আপনার গ্রন্থের জন্য। আর হয়তো একদিন হাতেও এসে যেতে পারে।

    শুভেচ্ছা জানবেন।

    1. ভীষন অপেক্ষায় থাকলাম যদি জানতে পারতাম বইটি পড়েছেন ,কৃতজ্ঞ থাকবো ।

  3. চা’য়ের অবসরে ঝড় ওঠাবার জন্যেও বুঝি একজন বিশ্বস্ত বন্ধু লাগে !! লাগে কবি প্রিয় কবি দিদি। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুম রিয়া দি,আসলেও স্বামী বা প্রেমিকের চাইতেও বেশি ,সেটা হচ্ছে বন্ধু ; তেমন একটি সম্পর্ক লাগে ।

  4. শুভেচ্ছা এবং অভিনন্দন "চায়ের কাপের অপেক্ষায়"

    বই এবং লেখকের জন্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।