বুকের ভেতর কেমনে ভাসে
একলা সমুদ্দুর –
বুকের ভেতর কেমনে বাজে
অচেনা এক সুর ।
বুকের ভেতর কেমনে কাঁদে
চেনা একখান মুখ –
চোখের ভেতর কেমনে পোড়ে
কাঙ্ক্ষিত সব সুখ !
বুকের ভেতর কেমনে বাড়ে
অচেনা সব কষ্ট :
বুকের ভেতর ভালবাসার
সব আশা যে নষ্ট!
ভালবাসার স্বপ্ন পোড়ে
ইচ্ছে ডানার রোদ্দুরে,
একলা কাটে মধ্যরাত্রি
ও নিদয়া বন্ধুরে ;
পেরিয়ে এলাম হাজার দুপুর
শুকিয়ে গেল সিন্দুরে ,
ছোট্ট মনে স্বপ্ন ভাঙে
আইলি না তো বন্ধুরে !!
16.02.2019
গীতি কবিতার আস্বাদ গ্রহণ করলাম যেন।
অসংখ্য ধন্যবাদ এবং প্রীতিময় শুভেচ্ছা , শাকিলা তুবা আপু। ভাল থাকুন।
নিদয়া দয়াহীন নির্দয় নিষ্ঠুর অর্থ যেটাই হোক কবিতা চমৎকার হয়েছে দিদি ভাই।
অনুপ্রেরণা পেলাম , শুভ কামনা প্রতিনিয়ত কবি রিয়া দি''ভাই। শুভেচ্ছা নিন দিদি।
পেরিয়ে এলাম হাজার দুপুর
শুকিয়ে গেল সিন্দুরে ,
ছোট্ট মনে স্বপ্ন ভাঙে
আইলি না তো বন্ধুরে !!
অনেক ধন্যবাদ সৌমিত্র দাদা। ভাল থাকুন সবসময়।
লিখাটি আপনার অন্যান্য লিখা থেকে বেশ স্বতন্ত্র। চমৎকার।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি আজাদ ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা নিন।
ছন্দময় সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে একরাশ রক্ত-গোলাপের শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
অসংখ্য ধন্যবাদ নতুন কবি বন্ধু লক্ষ্মণ ভাণ্ডারী । আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম। শুভ কামনা আপনার জন্য।
গীতি কবিতা দারুন আপু——
অসংখ্য ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন। শুভেচ্ছা নিন।
অন্তমিল কবিতাকে সুখপাঠ্য করেছে।
অসংখ্য ধন্যবাদ । আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। কবি নাজমুন। শুভেচ্ছা নিন।