অণুগল্পঃ আমার_এবং_জ্ঞানী_বাবুর_গল্প

আমার ছোট কন্যাকে জ্ঞানী বাবু ডাকি আমি। আমার বন্ধের দিনটি এই জ্ঞানী বাবুর সাথে কিভাবে যে শেষ হয়ে যায়, নিজেই টের পাই না। সকাল থেকেই আমার (নাকি আমিই ওর) পিছু পিছু। আগে জুমুয়ার নামাজ পড়তে গেলেও তাঁকে ছেলের পোষাকে সাজিয়ে নিয়ে যেতাম। এখন সে বালিকায় রুপ নিয়েছে, তাই এখন আর সাথে যায় না।

বন্ধের দিনে আমি সম্পূর্ণ তাঁর। দাবা খেলতে হয় ওর সাথে, খেলতে হয় মনোপলি গেম। তাঁর নাচ দেখতে হয়, ক্লাশের বই থেকে পড়ে শোনাতে হয়। আর তাঁকে ‘টেলিভিশন’ এঁকে দেখাতে হয় (এই একটা জিনিসই আমি ভালো আঁকতে পারি কিনা)

জীবনটা হাজারো বিড়ম্বনায় ভরপুর আমার। গোলামীর জিঞ্জির গলায় পরানো। এর ভিতর থেকে কিছু ‘Quality Time’ পেতে আমাকে আমার এই বাবুটা অনেক সাহায্য করে।

আমি বুক ভরে জীবনের তাজা শ্বাস নিয়ে ৬ দিনের কষ্টকর… দীর্ঘ ট্রাফিক জ্যামের সকাল-সন্ধ্যা বিরক্তিকর অপেক্ষার গ্লানিকর মুহূর্ত ভুলে, প্রতি সপ্তাহে জ্ঞানী বাবুর কাছে ফিরে আসি। আবারো একটা ৬ দিন কাটানোর মানসিক শক্তি অর্জন করতে।

এই আমাদের গল্প। আমার আর জ্ঞানী বাবুর গল্প। এই আমাদের যাপিত জীবন… এভাবেই এখন বেঁচে আছি আমরা। :)

_____________________
#আমার_এবং_জ্ঞানী_বাবুর_গল্প

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

6 thoughts on “অণুগল্পঃ আমার_এবং_জ্ঞানী_বাবুর_গল্প

  1. আমাদের সবারই জীবন হাজারো বিড়ম্বনায় ভরপুর মহ. আল মামুন ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।