আঠারো বছর কেটে গেছে…
অনেক সূর্যোদয়, অনেক সূর্যাস্ত
দেখেছে এই প্রিয় শহর;
অনেক পলাশ, অনেক কৃষ্ণচূড়া,
অনেক শিমূল ফুটেছে এই আঠারো বছরঃ
আমি আজো তোমার সাথে
ক্লান্তিহীন বসে থাকি মধুর ক্যানটিনে,
টিএসসি চত্ত্বরে, অপরাজেয় বাংলায়,
রমনা পার্কে, আশুলিয়ায় বটের ছায়ায়।
আঠারো বছর কেটে গেছে…
অনেক কেঁদেছে প্রিয় শহর
এই আঠারো বছরঃ
আমি আজো তোমার সাথে
হুডতোলা রিক্সায় ঘুরে বেড়াই
এই শহরের অলিগলি –
কখনো রোদে, কখনো বৃষ্টিতে,
কখনোবা অশনির প্রচণ্ড উদ্ভাসে
তোমার শরীরের উত্তাপ ভালোবেসে।
আঠারো বছর কেটে গেছে…
কুহকী সময়ে শুধু তুমি নেই।
/ড. মোঃ সফি উদ্দীন
ধারাবাহিক কবিতার অনুরণন বরাবরের মতো সুন্দর। শুভেচ্ছা মি.সফি উদ্দীন।
Thank you Azad Bhai.
শুভেচ্ছা কবি সফি ভাই।
Best wishes to you too.
আপনার কবিতা পড়তে আমার ভীষণ ভাল লাগে কবি দা।
Thanks for your support.