আমি মানুষের পূজারী

আমি মানুষের পূজারী

আমি মানি না ধর্ম, কর্ম
আমি ধর্মে দেই না মন,
আমি মানি মানবতার ধর্ম
মানি সৎকর্ম সৎ উপার্জন।

গুণীজন বলে জন্ম হোক
যেথায় সেথায়, কর্ম যার ভালো,
সে-ই হবে প্রকৃত মানুষ
সমাজে ছড়িয়ে দিবে আলো।

আমি স্রষ্টার সৃষ্টির সেরা জীব
আমি মানব, ধর্ম মানবতা,
আমি মানি না ধনী গরিব
মানি সকলের মালিক বিধাতা।

গুণীজন বলে সবার উপরে মানুষ
মূর্তিতে নেই স্রষ্টা, মন্দিরে নেই,
মানুষের মাঝে স্রষ্টা বিরাজমান
তাই আমি মানুষকেই পূজা দেই।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

13 thoughts on “আমি মানুষের পূজারী

  1. গুণীজন বলে জন্ম হোক
    যেথায় সেথায়, কর্ম যার ভালো,
    সে-ই হবে প্রকৃত মানুষ
    সমাজে ছড়িয়ে দিবে আলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা নিবেন করছি। আপনার ভালোবাসায় আমি মুগ্ধ, শ্রদ্ধেয় কবি দাদা। আপনার জন্য শুভকামনা সবসময় । আশা করি ভালো থাকবেন ।

    1. আপনার জন্যও শুভকামনা সবসময়, শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন। 

  2. গুণীজন বলে সবার উপরে মানুষ
    মূর্তিতে নেই স্রষ্টা, মন্দিরে নেই,
    মানুষের মাঝে স্রষ্টা বিরাজমান
    তাই আমি মানুষকেই পূজ দেই –

    ভালো লিখলেন । শুভকামনা রইলো / 

    1. মন্দিরে আর মূর্তিতে আমি আমার স্রষ্টাকে দেখি না দাদা। আমি তাকে খুঁজে পাই জীবের মাঝে।

      সুন্দর মন্তব্যের জন্য শ্রদ্ধার সাথে এক নদী ভালোবাসাও থাকলো ।

  3. মানুষকে তুমি দিও না আঘাত

    কাঁদবে সে তো আঘাত পেয়ে।

    মন্দিরে নাই দেবতা তোমার

    নয়ন মেলিয়া দেখ না চেয়ে।

     

    মানুষকে ভালবেসে কাছে টেনে নেওয়াই মানুষের ধর্ম। মানুষের সেবা প্রকৃত ভগবানের সেবা।প্রিয়কবির কবিতার গভীরে মানবতাবাদের মূলভাব নিহিত আছে।দেবতা নয়, মানুষ আপন কর্ম মহিমায় দেবতা হয়ে উঠে।

    সুন্দর উপস্থাপনা। কবিতাটির মূল বিষয়বস্তু ও ভাবনা অসাধারণ। কাব্যিকতায় মুগ্ধ হলাম কবিপ্রিয়।

    আসুন, আমরা সকলে মানবসেবাকে জীবনের ব্রত মনে করে আমাদের পবিত্রতম দায়িত্ব ও কর্তব্য পালনে রত হই। সাথে থাকুন, পাশে রাখুন ।
    প্রিয়কবিকে অভিনন্দন জানাই।
    জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. মানুষ ধর মানুষ ভজো

      ওরে আমার পাগল মন,

      মানুষের মাঝে তিনি

      ঘুরিতেছে নিরঞ্জন ।

      অথচ আমরা মানুষ হয়ে মানুষকে ঘৃণা করি, কষ্ট দেই, আঘাত করি, বিনা দোষে দুষি করি। এসব কী করছি আমরা? 

  4. সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষকে ভালোবাসতে হবে আমাদের।

    1. আমরা তা না করে অর্থকে বেশি ভালোবেসে ফেলেছি ।সমস্যা শুধু এখানেই শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। 

  5. আমাদের সবার ভালবাসা সর্বাগ্রে থাক মানুষের জন্য। অভিনন্দন নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন ।

  6. মানুষ মানুষের জন্য,এটাই হোক মূল মন্ত্র। কবিতার শব্দ বুননে  সুন্দর উপস্থাপন করেছেন । চমৎকার       প্রকাশ। শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।