উৎসর্গ প্রজাপতি

উৎসর্গ প্রজাপতি

যে টুকু পথ ছিল
মরীচিকায় ধূলি পাড়ায় উৎসর্গ
হয়েছে বর্ণমালা নীল!
অথচ অন্ধ আবেগে, স্বপ্ন ঘোর
প্রভাতে উৎসব মুখর-
কথায় ঘাসফড়িংর ফুর ফুর আওয়াজ
তবুও শিশির সিক্ত প্রণয়
মুক্ত মেঘমালার রঙধনুর হাসি
আজও অমলিন সোনালী
মাঠ- শুধু অপেক্ষাহীন জলতরঙ্গের
বয়ে চলা উচ্ছ্বাস; অতঃপর
উৎসর্গ ময় কাব্যিক এক প্রজাপতি।

০৬ ফাল্গুন ১৪২৫,১৮ ফেব্রু’১৯
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “উৎসর্গ প্রজাপতি

  1. অপেক্ষাহীন জলতরঙ্গের বয়ে চলা উচ্ছ্বাসে অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. অসাধারণ কবি লিটন ভাই। কবিতার চেষ্টা আপনার মধ্যে অফুরান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. যে টুকু পথ ছিল

    মরীচিকায় ধূলি পাড়ায় উৎসর্গ

    হয়েছে বর্ণমালা নীল !

    চমৎকার প্রকাশ কবি। শুভ কামনা আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।