ঘন জোনাকিপোকা
গোপন পথে তাঁর মুখ দুয়ারে নাড়ীর নিঃশ্বাস
এত দীর্ঘ সে পথ, এত উতপ্ত সে আশার ছলনা
হৃদয় ভেঙে হৃদয় হাসে
ভোর আসে না, মেঘেরঘটা নীল আকাশ;
রক্তরস নির্ঘুম চোখে তরুণ উপশিরায় আশা বাড়ে
যে মরেছে ট্রাইব্রেকার হেরে
যে ছিল মোহ প্রতারক
যে স্নায়ুক্ষয়ীর নিষ্ঠুর পীড়া কর দিয়েছে
নরক দুনিয়ার গাঢ় অন্ধকারে-
তবু মৃত্যুপুরীর ঝড় লাগা ঘন জোনাকিপোকা উঠে জ্বলে!
যথেষ্ঠ পরিচ্ছন্ন কবিতা। যেটা বরাবরই আমি স্বীকার করি কবি মি. টিপু সুলতান।
অসাধারণ কবি সুলতান ভাই।
অপার মুগ্ধতা প্রিয় কবি দা।
সুন্দর।
হৃদয় ভেঙ্গে হৃদয় হাসে
ভোর আসে না , মেঘেরঘটা নীল আকাশ;
সুন্দর প্রকাশ,কবি টিপু সুলতান। শুভেচ্ছা নিন।