ভক্তিতে ভগবান
আপন ঘরে দেবতা রেখে
বাইরে খোঁজ কেন ?
আসল দেবতা তুচ্ছ করে
নকল ধরে টানো!
শ্রদ্ধা ভক্তি পুষ্পাঞ্জলি
যাকে দেওয়া সাজে,
তাকে যদি না চিনো মন
ভক্তির ঘণ্টা বাজে!
ভক্তিতে ভগবান
আপন ঘরে দেবতা রেখে
বাইরে খোঁজ কেন ?
আসল দেবতা তুচ্ছ করে
নকল ধরে টানো!
শ্রদ্ধা ভক্তি পুষ্পাঞ্জলি
যাকে দেওয়া সাজে,
তাকে যদি না চিনো মন
ভক্তির ঘণ্টা বাজে!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শ্রদ্ধা ভক্তি পুষ্পাঞ্জলি
যাকে দেওয়া সাজে,
তাকে যদি না চিনো মন
ভক্তির ঘণ্টা বাজে!
ভক্তিতে ভগবান ঈশ্বর আল্লাহ। যে নামেই ডাকি না কেনো।
অনেক সময় দেখা যায়, নিজের জন্মদাতার পিতার আদেশ উপদেশ তো মানেই না, বরং পিতাকে উল্টো হেনস্তার করে। অথচ মন্দিরে থাকা পুরোহিতের চরণতলে লম্বা হয়ে শুয়ে থাকে, ভক্তি দেয়। আমারাা সেই মানুষ!
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ।
স্বাগতম মি. নিতাই বাবু।
ভগবান শক্তি ভগবানেই মুক্তি। সহমত নিতাই বাবু।
শুভকামনা রইল শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। যে কারণে লিখেছি, তা অবশ্যই বুঝতে পেরেছেন নিশ্চয়।
ঈশরেই সব।
শ্রদ্ধেয় রিয়া দিদি, নিজের ঘরের মানুষকেই বুঝাতে পারি না। তাহলে অপরকে বোঝাবো কী করে?
চমৎকার প্রকাশ কবি নিতাই বাবু। শুভেচ্ছা নিন।
আপনাকেও অজস্র ধন্যবাদের সাথে শুভেচ্ছা। আশা করি ভালো থাকবেন, শ্রদ্ধেয় দিদি।