চাই সবুজ পাণ্ডুলিপি
নিরবলম্বন জীবনে
অপারগতা বা অক্ষমতার কথা জানাতে
লজ্জিত হই না যা পারিনা, তো পারিনা
বয়স ভেদে সব কিছু শিখতে হবে বা জানতেই হবে
এমন কোন দিব্যি কে কোথায় দিয়েছে?
এই বয়সে এসেও আমি পারুষ্য অ আ শিখতে তোমার কাছে
ঘন্টার পর ঘন্টা বসে থাকতে রাজি।
জীবনের সঠিক মানে কি!
তা আজো সঠিক ভাবে জানা হয়নি ।
জীবন উৎসে নাবী ধান হয়ে
এতটা সময়।
প্রমদা প্রলুব্ধ হয়ে ক্ষণকাল মোহগ্রস্ত
কল্পক ঢঙে জীবন নয়
রুদ্র দোষে জীবনের পোড়া খাই সমুদ্রসমান।
তোমার প্রজ্ঞার বীজে
আমার জমিতে বপন কর
সবুজ দিনের পাণ্ডুলিপি।
"তোমার প্রজ্ঞার বীজে আমার জমিতে বপন কর
সবুজ দিনের পাণ্ডুলিপি।" ______ অসাধারন আপনার চেতনাশক্তি মি. খেয়ালী মন।
বয়স ভেদে সব কিছু শিখতে হবে বা জানতেই হবে
এমন কোন দিব্যি কে কোথায় দিয়েছে?
কথা সেটাই কবি খেয়ালী ভাই। কে দিয়েছে। বেশ সুন্দর।
লিখাটি কি সমাপ্ত হয়েছে নাকি এই টুকুই প্রিয় মন দা !! মন ভরলো না।
অদ্ভুত সুন্দর পাণ্ডুলিপি।
অভিনন্দন খেয়ালী মন। অনেকদিন পর আপনার লেখা পড়লাম।