অমর ২১শে ফেব্রুয়ারি………

২১শে ফেব্রুয়ারি তুমি
আমার ভাইয়ের রক্তে রাঙানো
স্বাধীনতার পটভুমি,
তোমার জন্যে পেয়েছি আজ
স্বাধীন মাতৃভূমি,
২১শে ফেব্রুয়ারি তুমি শহীদ মিনার
সকালের প্রভাত ফেরি
লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে,
শহীদদের দেখা স্বপ্ন একটি দেশ
প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ
একটি স্লোগান
বাংলা আমার মাতৃভাষা চির অম্লান,
২১শে ফেব্রুয়ারি আমার অহংকার
সন্তানহারা মায়ের চিৎকার
আজ আমি গর্বিত
আমি বাঙালি
বাংলা ভাষায় কথা বলি
হৃদয়ে ধারন করি
অমর ২১শে ফেব্রুয়ারি………….

— ফারজানা শারমিন

8 thoughts on “অমর ২১শে ফেব্রুয়ারি………

  1. বাংলা আমার মাতৃভাষা চির অম্লান,
    ২১শে ফেব্রুয়ারি আমার অহংকার।

    এই অহংকার বাংলা ভাষা-ভাষী আমাদের সকলের। শুভেচ্ছা কবি দি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ – একটি স্লোগান …
    বাংলা আমার মাতৃভাষা চির অম্লান। একুশ আমাদের চেতনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।