আগুন
আকাশে আগুন জ্বললেই,
নিজেকে জড়িয়ে থাকি।
আমার জন্ম হয়েছিল,
চিতায় ছড়ানো তিল ফুল থেকে।
যা আজও শুকিয়ে যায়নি।
শোনো, শুধু একবার শোনো,
আমার যন্ত্রণায়, মৃত নদীর
বুকেও বেজে ওঠে কলতান।
যা বোবা শিশুর দুঃখের মতো।
দুহাতে ছড়িয়ে দাও
আদিগন্তে শস্যের বীজ।
খুশিতে হেসে উঠুক মাটি।
আর মুহুর্মুহু শিহরিত হোক
আমার স্তব্ধ হৃদয়।
মনে আগুন লাগলেই জেনো
আকাশে উজ্জ্বল হয় লেলিহান শিখা।
_________
রিয়া চক্রবর্তী।
মনে আগুন লাগলেই জেনো
আকাশে উজ্জ্বল হয় লেলিহান শিখা।
কবিতার সার্থকতা বোধকরি এখানেই। শুভেচ্ছা কবিবন্ধু রিয়া।
ধন্যবাদ প্রিয় বন্ধু।
নিঃসন্দেহে বলতে পারি, আপনি অসাধারণ লিখেন কবি রিয়া চক্রবর্তী।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
ছোট ছোট কথায় অসাধারণ লিখা রিয়া।
ধন্যবাদ কবি শাকিলা তুবা দি।
ভালো লিখেছেন কবি রিয়া।
শুভেচ্ছা কবি সুমন আহমেদ।
আমার জন্ম হয়েছিল,
চিতায় ছড়ানো তিল ফুল থেকে ।
যা আজও শুকিয়ে যায়নি ।
চমৎকার প্রকাশ কবি রিয়া দি'ভাই। শুভেচ্ছা নিন।
শ্রদ্ধা জানবেন কবি রানু দি।
আপনার কবিতায় কিছু খুঁজে পাই, শ্রদ্ধেয় রিয়া দিদি। আপনাকে শ্রদ্ধা, শুভেচ্ছা।
ধন্যবাদ কবি নিতাই দা।