মায়ার বাঁধন

বাঁধো আমাকে তুমি মায়ার জালে
অন্তস্থলে তোল তুমুল ঝড় —
আমার দু’পায়ে বেঁধে দাও পথ ,
আমি হাঁটব সেই পথ ধরে
অনন্ত কাল :
তুমিও রবে সাথে ,
আমরা উদ‍্যান কিম্বা বিশাল হাইওয়ে ধরে
একটু বেড়িয়ে আসতে পারি ।
অথবা যেতে পারি সমুদ্রের কাছাকাছি
আমরা শুনতে পারি সমুদ্রের গর্জন
আর ঢেউ এর তালে নিজেদের
হারাতে পারি ;
আমরা সমুদ্রের বুকে বেলাভূমিতে দাঁড়িয়ে
বলতে পারি জীবনের না বলা যত কথা
আমরা সমুদ্র স্নানে নামতে পারি !

আমরা দু’জনকে ভাগ করতে পারি
আধাআধি :–
আমরা দু’জনার চেতনায় ঘন হয়ে
থাকতে পারি
আজীবন অবধি ;
ভালবাসার বুনন যদি হয় নিঁখাদ
তবে বাঁধো আমাকে
ভালবাসার পূর্ণ অধিকারে
মায়ার বাঁধনে !

20.02.2019

6 thoughts on “মায়ার বাঁধন

  1. 'ভালবাসার বুনন যদি হয় নিঁখাদ
    তবে বাঁধো আমাকে
    ভালবাসার পূর্ণ অধিকারে
    মায়ার বাঁধনে !' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি আজাদ ভাইয়া। শুভেচ্ছা নিন। ভাল থাকুন সবসময়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় কবি সৌমিত্র দাদা। শুভ কামনা আপনার জন্য দাদা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রীতিময় শুভেচ্ছা নিন রিয়া দি'ভাই। অনেক শুভ কামনা আপনার জন্য দিদি ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।