রক্তে মাখা রাঙা প্রভাত
কত না রক্ত ঝরায়েছি মোরা বাংলা মাতৃভাষার তরে,
কত না যাতনা সয়েছি আমরা কত শতেক বর্ষ ধরে।
বাংলা মোদের মাতৃভাষা, মোরা বীর বাঙালীর জাত,
রক্তের বিনিময়ে আজিকে এলো রক্তমাখা রাঙাপ্রভাত।
বুকের রক্তে লিখে গেছে যাঁরা বাংলা মাতৃভাষার মান,
আজিকে তাঁদের জানাই মোরা শত কোটি লাল সেলাম।
রক্তে রাঙানো মাতৃভাষা দিবসকে কভু না ভুলতে পারি,
মাতৃভাষা দিবস এলো আজিকে সেই একুশে ফেব্রুয়ারী।
রক্ত ঝরানো ইতিহাসে শত শহীদের রক্ত মাখা সেইদিন,
মাতৃভাষা দিবসে আজি শোধ করো সবে সেই রক্ত ঋণ।
বাংলা মোদের মাতৃভাষা তাই মোরা বাংলায় কথা বলি,
তবুও মোরা ভুলিতে পারি না সেই রক্ত মাখা দিনগুলি।
বয়ে গেছে কত রক্ত ধারা এসে মিশেছে পদ্মা মেঘনায়,
রক্ত মাখা শত শহীদের ব্যথা কভু কি আর ভোলা যায়?
অরুণ রাঙা রক্ত প্রভাতে এলো সেই একুশে ফেব্রুয়ারী,
মাতৃভাষা দিবসে আজিকে মোরা তাঁদেরকে স্মরণ করি।
'রক্ত ঝরানো ইতিহাসে শত শহীদের রক্ত মাখা সেইদিন,
মাতৃভাষা দিবসে আজি শোধ করো সবে সেই রক্ত ঋণ।'
এমন সব প্রত্যাশাই রাখি প্রিয় কবি মি. ভাণ্ডারী। শুভ হোক দিন।
আপনার হৃদয়স্পর্শী সুমন্তব্যে অনুপ্রাণিত হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন, নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।
বাংলা মোদের মাতৃভাষা, মোরা বীর বাঙালীর জাত,
রক্তের বিনিময়ে আজিকে এলো রক্তমাখা রাঙাপ্রভাত।
সম্মান শ্রদ্ধায় চিরজীবি হোক সকল শহীদ সন্তান।
ভাষা শহীদের ঊৎসর্গে কবিতাটি অসাধারণ হয়েছে প্রিয় কবি দা।