অ্যাডাপটেশন
আমরা যারা একবিংশ শতাব্দীতে আধুনিক গদ্য কবিতা লিখছি তা নাকি কবিতা হয় না …
কে বলে এমন কথা?
যে বা যারা বলে,
তাদের চোখ, মন,
অনুভূতি
সবই ভোতা হয়ে গেছে
ছন্দ মিলের পদ্য বা কবিতা ভালবেসে বেসে,
তবে কবিতা কি?
কেমন দেখতে ?
কবিতা কি একটি নির্দিষ্ট কোন বৃক্ষে
জন্ম নেয়া
ফুল বা ফল ….!
কবিতা কি সেই বৃক্ষে ঝাঁকুনি দিলেই
টুপ টাপ ঝরে পড়ে তলায় –
অথবা কোন বিশেষ ধরনের লতা- পাতা?
কবিতা শিউলি নাকি বকুল মালা ?
কবিতা কি মেঘ ? ঝড়, বৃষ্টি, রৌদ্রের
আলো ছায়ার খেলা ?
কবিতা কি কাল বৈশাখীর দমকা
হাওয়া ?
কবিতা আসলে কি?
আকাশ সমুদ্র …
নাকি শ্রাবণ মেঘ :
রাতের আকাশের চাঁদ?
কবিতার কি কোন বিশেষ সংজ্ঞা আছে?
বিশেষ কোন গ্রামার মেনে কবিতা লিখতে হয় ?
কবিতা কি রাতের মৌণতায় ডুবে থাকা সীমাহীন স্তব্ধতা ?
স্পর্শের বাইরে নাকি ভেতরে থাকে কবিতা ?
তবে যে ওরা বলে,
আমরা লিখি কত কিছুই নিয়ে —–
সে গুলো কি আর কোন কবিতা হয় ?
কবিতা লিখেছেন …
নাম করা বড় বড় হাতে গোনা
কয়েক জন কবি,
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
কাজী নজরুল,
জীবনানন্দ দাশ,
বঙ্কিমচন্দ্র
শুধুই এনারা নাকি কবিতা লিখেছেন—
আর কেউ কবিতা লিখতে পারে না।
আচ্ছা, উনারা কি জন্মেই বড় কবি হয়ে এসেছিলেন?
আসলে কবিতা তুমি কি?
তুমি নিজেই বলো না …
তুমি ঠিক দেখতে কেমন ?
সুঘ্রাণে ভরা গোলাপ কি কোন কবিতার
নাম হতে পারে?
রজনীগন্ধা ফোঁটা রাতের তিমিরে
জোছনা বনে
কি কবিতা থাকতে পারে ?
প্রথম পৃথিবীর ঠোঁটে কবিতার বিকেল কি
চোখ মেলে তাকিয়ে ছিল?
নীল আকাশের ভাঁজে কি কবিতা হারাতে
পারে?
আমার ভাবনার আকাশে ডানা মেলে
উড়ে যাওয়া শঙ্ক চিলের নাম কি
কবিতা হতে পারে?
নিঃশব্দ সমুদ্রের কোলে শুয়ে থাকা অপূর্ব
মায়াবী এক জোছনা রাত কি কবিতার নাম
হতে পারে?
ঘাস শিশিরের লুকোচুরি খেলা কি
কবিতা হতে পারে ?
এক খন্ড সোনালি মেঘের নাম কি কবিতা ?
আমি জানিনা,
আমি তো আর বড় কোন কবি নই,
যে কবিতা লিখতে পারব ?
তবে হ্যাঁ,
সময়ের সাথে সাথে কবিতায় বড় ধরনের একটা পরিবর্তন এসেছে …
এ কথা নিন্দুকদের মানতেই হবে।
রবিঠাকুর আধুনিক গদ্য কবিতার সারমর্ম বুঝতে পারেননি
এটা উনার উল্লেখযোগ্য ব্যর্থতা বলতেই হবে।
উনি যদি এই একাবিংশ শতাব্দীর কবি হতেন তবে কি আধুনিক গদ্য কবিতায় উনার পদচারণা ঘটতো না ?
অবশ্যই উনি গদ্য রাজ্যে অন্য রকম এক ভুবন সৃষ্টি করতেন।
তবে নিন্দুকদের কথায় ক্ষেপে যাওয়ার কোন কারণ দেখি না —-
কারণ আধুনিক গদ্য কবিতার প্রভাব শুরুর দিকে,
অনেকেই সেটা মেনে নিতে পারেননি
তীব্র সমালোচনা করে এর বিরুদ্ধতা করেছিলেন —–
হা সেটা তারা করতেই পারেন,
মত — দ্বিমত থাকবেই।
এখনকার কবিরা কত সুন্দর সুন্দর আধুনিক গদ্য কবিতা লিখছেন..
সে সব কবিতা আলোর দ্যুতি ছড়াচ্ছে
এক একটা নক্ষত্র হয়ে !
এটুকু বলতেই পারি,
তোমরা কবিতার কাছে আস,
পড়,
হাতে নিয়ে নাড়া চাড়া করে দেখ,
আমাদের লেখা এসব কবিতাগুলো ও
কম যায় না —–
আচ্ছা, জীবনানন্দ দাশের সেই যে কবিতার লাইনটার কথা মনে আছে …
“বনলতা সেন” কবিতায় —-
“পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের
বনলতা সেন।”
কেউ কি জানতো …
বনলতা সেনের পাখির নীড়ের মতো চোখ
তার কালে কালে বিখ্যাত হবে ?
হতে পারে সেই ——-
লাবণ্য,
বনলতা,
পার্বতী
সুরঞ্জনাদের মতো অমর সৃষ্ট !
একালের কবিদের ভালবাসা —
সুনীলের নীরা,
রূদ্রর শিমুল,
আর আমার সবুজ ঘাস বুকে জমে থাকা
এক এক ফোঁটা শিশিরের উচ্ছ্বাস :
কালের স্রোতে ভেসে ভেসে
বরফ নদীর ঢেউ ভেঙ্গে ভেঙ্গে
একদিন বিখ্যাত হয়ে উঠবে না —
এ কথা কেউ বলতে পারে?
হয়তো সেদিন থাকবো না এ পৃথিবীতে আমরা :
তবু থাকবে তো আমাদের সৃষ্টি …
কে জানে,
এমনটা তো হতেও পারে ————-
__________
22.10.2018
রবিঠাকুর আধুনিক গদ্য কবিতার সারমর্ম বুঝতে পারেননি, এটা তাঁর উল্লেখযোগ্য ব্যর্থতা বলতে হবে। উনি যদি এই একাবিংশ শতাব্দীর কবি হতেন তবে আধুনিক গদ্য কবিতায় তাঁর পদচারণা নিশ্চয়ই ঘটতো। আমরা না থাকলেও আমাদের উত্তরসূরী থাকবে। :
রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই গদ্য রাজ্যে অন্য রকম এক ভুবন সৃষ্টি করতেন।
মোটা দাগে বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ কবি হাসনাহেনা রানু।
শুভ কামনা সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি প্রিয় কবি আজাদ ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা নিন।
কবিতায় দারুণ বিশ্লেষণ। অভিভূত হলাম বোন হাসনাহেনা রানু।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি সৌমিত্র দাদা। শুভ কামনা আপনার জন্য দাদা।
আমরা যারা একবিংশ শতাব্দীতে আধুনিক গদ্য কবিতা লিখছি তা নাকি কবিতা হয় না এমন প্রশ্ন কোথাও কোথাও আমাকেো শুনতে দিদি ভাই। ভাষা হারিয়ে ফেলি।
সঠিক দিদি ভাই। একটা কবিতা লিখার জন্য আমাদের অনেক কিছুই লিখতে হয়। পাছে লোকে কিছু বলে'র দ্বারা প্রভাবিত না হয়ে বরং আমরা সামনের দিকে এগিয়ে যাব ।এটাই আমাদের জন্য সঠিক পন্থা।শুভেচ্ছা নিন।