আমার ভালোলাগা
আজকাল কি একটু একটু বদলে যাচ্ছি আমি? তবে কি নিজের অজান্তেই ? একটু একটু করে বদলে যাচ্ছি রোজ? অবশ্য আজকাল সবকিছুতেই এক ভালোলাগা মিশে থাকে।
আমি রোজই আমার ঘরের প্রতিটি কোনের সাথে কথা বলি, দূরের ওই আমগাছটাকে রোজ বলি কত সুন্দর হয়েছে সে, মুকুলে মুকুলে ভরে গিয়ে। ঝাঁকড়া নিমগাছের কাছে গল্প শুনি কাক দম্পতির। ছাদের কার্নিশে বসে থাকা পায়রাদের কাছে শুনি সারাদিনের নানা কথা। আর আকাশভরা তারাদের মাঝে নিজেকে হারাই আবার খুঁজি। অদ্ভুত ভাললাগায় মন ভরে ওঠে। হালকা একটা হাসি খেলে যায় ঠোঁটের পাশে।
আজকাল আমাকে ভালোলাগা গুলো ছুঁয়ে থাকে। তাই মনে হয় কাল-আজ-কাল নিয়ে ডুবুরির মতো সময় ভাবায়। ডুবে থাকি বিশ্বাসে-অবিশ্বাসে। ঠিক কি পেয়েছি, কি পাইনি, কি যে চেয়েছি, কি চাইনি-কোন পথে মাঝপথ কাঁটাগুলো শেষ। কোন পথে কাঁটাগুলো শুরু। হিসেব করিনা আর। আজ বারবার মনে হয় সামনের কোন পথের বাঁক পেরোলেই, সেই মেঠো পথের শুরু। সেই আলপথ, যে পথ কবে থেকে আমার আসার অপেক্ষায় বসে আছে, যে পথের মাঠে বাজে বাঁশী, মন কেমন করা সুর।
জানিনা আমার সেইখানে যাওয়া হবে কি না, আলোটা যদি নিভে যায় সে বাঁকের কোনো ফাঁকে? যদি দিকভুল করে ফেলি আমি? যদি কোথাও হোঁচট খেয়ে হৃদয়ে আবার ক্ষরণ শুরু হয়ে যায়? যদি আমার আর যাওয়া না হয় সেই স্বপ্নপুরিতে?
রাত ফিরে আসে আমার এই চিলতে ঘরটায়। পাশের বাড়িতে গান “এ জিন্দেগী গলে লাগালে” বাজছে। আমারও তো ওই একই কথা।
গাঢ় থেকে গাঢ়তর হয় ভালোবাসার রং।
youtu.be/2tjx_Hng56g
_________
রিয়া চক্রবর্তী।
অসাধারণ এক জীবন চরিতের ভাবনা সমূহ শেয়ার করেছেন কবিবন্ধু রিয়া রিয়া।
আশা করবো ভালো থাকবেন … আনন্দে থাকবেন … ঠিক এভাবেই।
অভিনন্দন প্রিয় বন্ধু। আপনিয়ো ভাল থাকবেন। ধন্যবাদ।
বাস্তব জীবনকে আপনি অনেক সুন্দর একটা চিত্রে সাজিয়ে নিয়েছেন প্রিয় কবি রিয়া দি'ভাই।
কি পেলেন,কি পেলেন না পিছে ফিরে আর কি লাভ ? সামনের দিকে এগিয়ে চলাই ভালো।
শুভ কামনা আপনার জন্য।
আপনাকেয়ো শুভ কামনা প্রিয় দিদি ভাই।
সুন্দরতম উপস্থাপনা। কাব্য ভাবনা অসাধারণ।
ভালো লিখেছেন। আন্তরিক অভিনন্দন জানাই।
প্রিয়কবিকে জানাই ফাগুন শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
ধন্যবাদ প্রিয় কবি দা।
পথের বাঁক পেরিয়ে অপেক্ষমান স্বপ্নের স্বপ্নপুরিতে যাওয়া হোক কবির, সেই প্রত্যাশায় থাকলাম কবির আশা পুরুণের জন্য ।
সুন্দর লিখেছেন রিয়াদি!
ধন্যবাদ প্রিয় কবি শরীফ দা।