কবিতা : তুমি_আমার_নও

পুরনো লেখা…

আজকাল ফোন করেও পাইনা তোমায়
ধরই না তুমি
ইচ্ছে করেই করছো কি এমন?

আমি আর মোবাইল
ত্রাহি চিৎকারে চারদিকে কাঁপন ধরিয়ে
নি:শব্দ একসময়.. চুপচাপ
নিশ্চুপ চারিধার!

নেটওয়ার্কের দোহাই দিয়ে মোবাইলটা
একেবারে সাইলেন্ট করে রাখনি তো আবার?

এখন দুঃসময়
চারিদিকে ভয়ংকর অসময়েরা ওঁত পেতে আছে
তোমাকে বড্ড প্রয়োজন
বুঝে আসে কি তোমার?

তোমার বাড়ির সামনের সেই এ্যাকাশিয়া গাছগুলো একই আছে
ওগুলোর একটাতে খোদাই করা তোমার-আমার নামের আদ্যক্ষর
সেই প্রথম দিনের মত একই রয়ে গেছে..
ঝরা পাতাগুলোর ঝরে পড়ায় নেই ক্লান্তিহীন বিরাম
তবে তুমি কেন বদলে গেলে!

দীঘির পাড়ের সেই কদম, ফুলে ফুলে ছেয়ে আছে আজও
ভরা শ্রাবণে নিঃসঙ্গ ভিজে যাওয়া শান বাঁধানো ঘাট
সেখানে ঝুম বরষায় লেপ্টানো বসনের কাউকে দেখা যায় না আজ আর-
নাকে ঘাসফুলের নোলক পরাবে বলে
অপেক্ষায় উদগ্রীব কারোর শরীরের দৃশ্যমান বাঁকে
বৃষ্টির ফোঁটায় লুকোনো আনন্দজলের ছোঁয়ায়
আজ আর কাঁপে না সুতীব্র যৌবন রেখা!

তোমার ব্যালকনির দোলনাটা দখিনা বাতাসে এখনও একইভাবে দোলে দেখলাম
মানিপ্ল্যান্টের লতানো পাতাগুলোও তো সেই একই সবুজ!
তোমাদের গেট জুড়ে এখনো বাগানবিলাসের রাজত্ব
মরচে ধরা লেটার বক্স আর সেই পুরনো গুফো দারোয়ান
সবই তো একই আছে!
শুধু তুমি নেই আমার পাশে…

আজকাল ফোন করেও পাইনা তোমায়
ধরই না তুমি
ইচ্ছে করেই কর কি এমন?

____________________________________
ছবিঃ এক ২১শে ফেব্রুয়ারি বউয়ের সাথে জাবি ক্যাম্পাসে।
ফটো ক্রেডিটঃ সুন্দরী বাবু।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

6 thoughts on “কবিতা : তুমি_আমার_নও

  1. এখন দুঃসময়
    চারিদিকে ভয়ংকর অসময়েরা ওঁত পেতে আছে
    তোমাকে বড্ড প্রয়োজন। 

    সরল কথার সমাহার। শুভেচ্ছা প্রিয় গল্প দা। :)

    1. কবিতা আমার লেখার প্ল্যাটফর্মনা, তারপরও একটু লিখতে ইচ্ছে করে। ধন্যবাদ রিয়া দিদি। শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

    1. আপনাকে ধন্যবাদ কবিদা'। শুভেচ্ছা ও অনেক ভালোবাসা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।