ঘুমাও

ঘুমাও

একটা জাগায় শুধু মাথাগুজে
ঘুম পেরেছি আর দুর্বাঘাস কয়-
জেগে উঠো- দেখো- তোমার
ধূসর গন্ধ ঘ্রাণের পাঁপড়ি কেমন
করছে! ভাবতে পারো;

কথায় মাথা গুজেছিলে
কি তোমার দীর্ঘশ্বাস ? জেগে উঠো-
কাছে যাও- সুচেতনার উপলদ্ধি ঘটাও-
তারপর চলে এসো দক্ষিণা পথ দিয়ে
ঐ দুর্বাদের সাথে দোল দোল খেলতে;

এখনোও ঘুমাও তখনোও ঘুমাও আরও
ঘুমাও-ঘুমাও যতপার ঘুমাও -ঘুমাও।

১৪ ফাল্গুন ১৪২৫,২৬ ফেব্রু’১৯
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “ঘুমাও

  1. কবিতা বোদ্ধা নই। তারপরও কবিতা এবং কবি দু'য়ের জন্যই আমার শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. জেগে উঠো-
    কাছে যাও- সুচেতনার উপলদ্ধি ঘটাও-
    তারপর চলে এসো দক্ষিণা পথ দিয়ে
    ঐ দুর্বাদের সাথে দোল দোল খেলতে;

    কবিতার এই জায়গাটি ভীষণ টাচি মনে হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।