আমিও একজন মানুষ

আমিও একজন মানুষ

আমি হিন্দু, তাই কেউ বলে–
আমি চাঁড়াল, মালাউন।

আমি পূজা করি, তাই কেউ বলে–
আমি বিধর্মী, বেদুইন।

আমি চাকুরী করি, তাই কেউ বলে–
আমি চাকর, গোলাম।

আমি দেখতে সুন্দর নই, তাই কেউ বলে–
আমি কূশ্রী, অসুন্দর।

আমিও একজন মানুষ, তবুও কেউ বলে–
আমি অমানুষ, গরুছাগল।

আমার টাকা নাই, তাই কেউ বলে–
আমি দরিদ্র, গরিব।

আমার অর্থ নাই, তাই কেউ বলে–
আমি অর্থহীন, অভাবি।

আমার বাড়ী নাই, তাই কেউ বলে–
আমি ভারাটিয়া, ভারাইট্টা

আমার শিক্ষাদীক্ষা কম, তাই কেউ বলে–
আমি অশিক্ষিত, গণ্ডমূর্খ।

আমার ভিতরে ঘৃণা নেই, তবুও এই সমাজে–
আমি ঘৃণিত, লাঞ্ছিত।

এত অপবাদের পরও এ দেশে এ সমাজে–
আমার বেঁচে থাকতে ইচ্ছে করে।
সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “আমিও একজন মানুষ

  1. কবিতায় আক্ষেপ থাকলেও সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শ্রদ্ধেয় গুরুতুল্য কবি দাদা, সমসময় এই সমাজের কিছু মানুষের মনোভাব দেখলে খুবই কষ্ট লাগে। তখন বিধাতাকে প্রশ্ন করি, কেন পাঠালে আমায় তোমার এই সুন্দর পৃথিবীতে? এখানে প্রভু ভালোবাসার খুবই অভাব। অভাব মানবতার। অভাব রয়েছে প্রশংসার। অভাব স্বার্থহীন মানুষের।

      দ্রষ্টব্য : এই মন্তব্যের লেখা ফেসবুক থেকে কপি করে মোবাইল থেকে এখানে দিতে সক্ষম হয়েছি। চেষ্টা আমার স্বার্থক হয়েছে। জয় গুরু, জয় গুরু। 

    1. শ্রদ্ধেয় রিয়া দিদি, সমসময় এই সমাজের কিছু মানুষের মনোভাব দেখলে খুবই কষ্ট লাগে। তখন বিধাতাকে প্রশ্ন করি, কেন পাঠালে আমায় তোমার এই সুন্দর পৃথিবীতে? এখানে প্রভু ভালোবাসার খুবই অভাব। অভাব মানবতার। অভাব রয়েছে প্রশংসার। অভাব স্বার্থহীন মানুষের। 

      ধন্যবাদ অজস্র।  ভালো থাকবেন সবসময় ।

  2. হতবিহ্বল হলাম লিখাটি পড়ে। সামাজিক পার্থক্য কে আমি পার্থক্য মনে করি না।
    আমরা সবাই মানুষ। 

    1. চলার পথে সমসময় এই সমাজের কিছু মানুষের মনোভাব দেখলে খুবই কষ্ট লাগে। তখন বিধাতাকে প্রশ্ন করি, কেন পাঠালে আমায় তোমার এই সুন্দর পৃথিবীতে? এখানে প্রভু ভালোবাসার খুবই অভাব। অভাব মানবতার। অভাব স্বার্থহীন মানুষের। 

      তখন একটাই জবাব খুঁজে পাই, ধৈর্য ধরে আর সৎপথ অবলম্ব করে কোনরকম বেঁচে থাকো, তাতেই শান্তি এবং জীবনটাও হয় নিরাপদ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।