“গাঁয়ে আছে ছোট ঘর” কবিতাটি ছোটদের উপযোগী ছড়ার কবিতা। শিশুদের উপযোগী এই ধরণের ছড়া কবিতার রচনা কবির প্রথম প্রয়াস। আশা করি সহৃদয় কবিবন্ধু ও পাঠকগণ কবিতা সংক্রান্ত সু-পরামর্শ দিলে বাধিত হব।
শব্দনীড় ব্লগের সাথে সংযুক্ত সকল কবিবন্ধু ও লেখকবন্ধুদের জানাই আন্তরিক ফাগুন শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
গাঁয়ে আছে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ছোট ঘর, সবুজ গাছের ছায়া,
গাঁ আমার মাটি আমার আছে মমতা মায়া।
গাঁয়ে আছে ছোট দিঘি পদ্মদিঘি তার নাম,
গাঁয়ের মাটি স্বর্গ আমার পূণ্য পবিত্র-ধাম।
গাঁয়ে আছে আমবন বসন্তে কোকিল গায়,
তরুছায়ে মধুর সুরে রাখাল বাঁশি বাজায়।
রাঙা মাটি পথ ধরে আসে কৃষকের দল,
সারাদিন খাটে মাঠে ফলায় সোনা ফসল।
বেলা যেই আসে পড়ে অজয় নদীর ঘাটে,
দিবসের শেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে।
আপন বাসায় ফেরে পাখি সব কলরব করে,
জ্বলে দীপ বাজে শঙ্খ এই গাঁয়ে প্রতি ঘরে।
সাঁঝের আঁধার নামে। বাজে সাঁঝের সানাই,
চাঁদ তারা হাসে খেলে নীল আকাশের গায়।
'বেলা যেই আসে পড়ে অজয় নদীর ঘাটে,
দিবসের শেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে।
আপন বাসায় ফেরে পাখি সব কলরব করে,
জ্বলে দীপ বাজে শঙ্খ এই গাঁয়ে প্রতি ঘরে।'
শিশুতোষ বা পূর্ণ বয়সী কবিতা হিসেবে এই কবিতাটিও সমান মর্যাদা পাবে। সুন্দর।
আপনার সু-মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম।
নতুন করে লেখার অনুপ্রেরণা পেলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
অনিন্দ্য সুন্দরে ভাল থাকুন প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মন ভরে গেল। শুভ কামনা রইল প্রিয়কবি।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
অভিনন্দন অভিনন্দ অভিনন্দন কবি দা।