নয়নে নয়ন খেলা

নয়নে নয়ন খেলা

এই আশাতে ভেলা ভাসে
দোষ কি আর নয়ন বুঝে-
ভাসতে -ভাসতে আশায় তলি
আয় না নয়নে নয়ন মেলে খেলি;
সেই আশাতে বুড়ো হইলাম-
স্বপ্ন রঙিন আকাশ দেখিলাম।

তারায় তারায় জ্বলছে ভেলা-
এই পূর্ণিমাতে জমবে মেলা;
তোর ঘরের পাশে পৌষপাবন-
বুঝলি কি ধূসর মাটি একলাক্ষণ!
আশা গেলো স্বপ্ন ঘোরে জল
ঝরাপাতা শূন্য জীবন শুধুই ছল।

২০ ফাল্গুন ১৪২৫, ০৪মার্চ’১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “নয়নে নয়ন খেলা

  1. তারায় তারায় জ্বলছে ভেলা-
    এই পূর্ণিমাতে জমবে মেলা;
    তোর ঘরে পাশে পৌষপাবন-
    বুঝলি কি ধূসর মাটি একলাক্ষণ!

    ওয়াও প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ নিবেন

      ভাল থাকুন——-

  2. বাহ্ কবি লিটন ভাই। সুন্দর এবং সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি সৌমিত্র দা

      অশেষ ধন্যবাদ নিবেন

      ভাল থাকুন——-

    1. জ্বি রিয়া দিদি প্রণাম 

      অশেষ ধন্যবাদ নিবেন

      ভাল থাকুন——-

    1. জ্বি আফরিন আপু

      অশেষ ধন্যবাদ নিবেন

      ভাল থাকুন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।