একটা সোনার জোঁয়াল

একটা সোনার জোঁয়াল

কবিতা লেখার সময় মাঝেমাঝে কিছু বর্ণমালা
যেমন হঠাৎ বেঁকে বসে, আজকাল শরীরযন্ত্রেরও
হয়েছে ঠিক তাই,
এই ভালো আছে, এই ভালো নাই;
কেউ সটান দাঁড়িয়ে থাকে আর কেউ তারাদের
মতোন হঠাৎ খসে যায়!

তবুও…..
যানজটে আটকে থাকা গাড়ির মতোন জীবনও
থেমে থেমে চলে, কখনো আমাকে ভালোবাসে না,
কখনো আবার ভালোবাসে….
উঠতি ধানের শীষ দেখে কিষাণি যেমন করে হাসে,
আমার শরীরও তখন তেমনি হাসে!!

যে কথা অনেকদিন অনেকবার বলতে চাই
প্রথম জন্মের মতোন আমার আসলে কেহ নাই
তবুও….
বলদ গরুর মতো আমিও বারবার ভুলে যাই এখন
কলির কাল
চাঁদের কলংকের মতোন আমারও যে দুই কাঁধে আছে
একটা সোনার জোঁয়াল!!

10 thoughts on “একটা সোনার জোঁয়াল

  1. তবুও…..
    যানজটে আটকে থাকা গাড়ির মতোন জীবনও
    থেমে থেমে চলে, কখনো আমাকে ভালোবাসে না,
    কখনো আবার ভালোবাসে….

    দারুণ সুন্দর একটি জীবন বোধের কবিতা। অভিনন্দন প্রিয় কবি দা। 

  2. একটি নয় বিবিধ কারণে আপনার লিখায় আমার কথা খুঁজে পাই কবি জসীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. তবুও জীবন চলে, চলবে, 

    অনেক চমৎকার লিখেছেন, শুভেচ্ছা জানবেন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

মন্তব্য প্রধান বন্ধ আছে।