r:স্টুডেন্ট’স ভিসা প্রসেসিং ফার্মে এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি

স্টুডেন্ট’স ফরেন ভিসা প্রসেসিং ফার্মে এক্সিকিউটিভ নিয়োগ।

অস্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড, কানাডা, ইংল্যাণ্ড এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভিসা প্রসেসিং কনসালটেন্ট ফার্মে এক্সিকিউটিভ ০১ পদে বাংলাদেশী নাগরিক যে কোন আগ্রহী ব্যক্তি আবেদন করতে পারেন। প্রার্থীকে অবশ্যই স্মার্ট, আত্মবিশ্বাসী, বিনয়ী এবং পরিপাটি হতে হবে। এক আধটু অভিজ্ঞতা থাকলে ভালো।

শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স বা অনার্স পড়ুয়া বা সম্পন্ন।
কর্মঘন্টা : 10:30 – 17:00
পারিশ্রমিক : ১০,০০০ টাকা (স্টার্টিং)
সাপ্তাহিক ছুটি থাকবে।

ছবি সহ আপনার বায়োডাটা মেইলে পাঠিয়ে দিন।
[email protected]

Contact –
Q1. International.

Sadek Rahaman. (M.D)
01711 283 220 (Mob)

BIT central plaza
Holding no – 95
Room – 213
Lift 2nd Floor
Green Road, Farmgate.

Dhaka, Bangladesh.

12 thoughts on “r:স্টুডেন্ট’স ভিসা প্রসেসিং ফার্মে এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি

  1. আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। প্রার্থিদের প্রতি অগ্রিম শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আমারও কেন জানি তাই মনে হয়। তারপরও বেতনের এ্যামাউন্ট কত হলে মানানসই হয় এই ব্যাপারে আপনার কোন পরামর্শ রয়েছে কি স্যার ? :)

  2. সহস্র বেকারত্বের মধ্যে এটিও একটি সম্ভাবনা। তবে পারিশ্রমিক কম মনে হয়েছে। এই জমানায় দৈনিক খরচ মাথায় নিলে আমার মতানুসারে একটি ফ্যামলি বা একা চললেও প্রাথমিক সম্মাননা মাসে ২৫/৩০ হাজার হলে ভালো হয়। পেট পুরলে কাজে মন বসবে।

  3. মাস্টার্স বা অনার্স এক্সিকিউটিভ এর মতো গুরুত্বপূর্ণ কোন পদের দৈনিক ভাতা ২৫০ টাকা অপ্রতূল। :( 

  4. প্রাথমিকে এই মজুরী কম দেখালেও আমার মনে হয় কাউকে তো শুরু করতে হবে। তারপর না হয় চাহিদা পত্র বাড়াতে পারবে কর্তৃপক্ষ। আমি চাই কেউ শুরু করুক। নতুনের পথ, কর্মের দূর্গম পথ উন্মাচিত হোক। 

  5. আমার মাস্টার্স সম্পন্ন হয়েছে। সকাল ১০টা – বিকেল ০৫টা কর্মঘন্টায়ও সমস্যা নেই। সাপ্তাহিক ছুটি একজন কর্মজীবীর অধিকার। কিন্তু পারিশ্রমিক : ৮,০০০ টাকা। এখানে আপত্তি। এই সময়ে আমি যদি কাজে যোগদান করি আমি নিশ্চয়ই আমার ক্যারিয়ার নিয়ে ভাববো। ভাববো সাসটেইনেবল একটি চাকুরির নিরাপত্তা। 

    কনসালটেন্সি কোন ফার্ম চাকুরি স্থায়িত্বের গ্যারান্টি দেয় না। না থাকে অবসরকালীন ভাতা। আমি এবং আমার পরিবার নিশ্চয়ই চাইবে স্মার্ট সেলারি। যেমন চেয়েছেন নিয়োগকর্তা। সেখানে স্টার্টিং পর্যায়েও যদি কাজের প্রার্থী হই, আমার যাতায়াত, মেধা এবং সময়ের মূল্যের তুলনায় সেলারি ফীডব্যাক শুধু আমি নই; আমার মতো অনেকেই আগ্রহী হবেন না। 

    ইন্টারন্যাশনাল ফার্মকে দেশীয় চাহিদাকে মাথায় রেখে পারিশ্রমিক নির্ধারন করতে হবে। শুভকামনা নিয়োগকর্তার জন্য। 

  6. ৮০০০ /- খুব মিনিমাম । ৭ ঘন্টা কাজ করিয়ে মাসে এতো কম পেমেন্ট  দেয়া অন্যায় । 

  7. পারিশ্রমিক : ৮,০০০ টাকার স্থলে ১০,০০০ টাকা (স্টার্টিং)

    গুড ডিসিশন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  8. স্টার্টিং বেতন ১৫,০০০ থেকে শুরু হলে ভালো ছিলো।

  9. বেতন ১৫,০০০ টাকা করে দিন। বেকারত্ব দূর হোক। দেখবেন মন দিয়ে কাজ করবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।