নীড় সঞ্চালক এর সকল পোস্ট

আবেদন …

জানুয়ারী ২০২৫ থেকে শব্দনীড়কে শব্দলিপি নামে পুনরায় চালু করা হয়েছে সেই থেকে নিরবিচ্ছিন্ন ভাবে শব্দলিপি চালু আছে। শব্দলিপির আয়ের নির্দিষ্ট কোন উৎস নেই। এই সাইট চালু রাখতে ডোমেইন ,সার্ভার,হোষ্টিং,ব্যবস্থাপনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আপনার প্রতিষ্টানের বিজ্ঞাপন শব্দলিপিতে দিতে পারেন। এক কালীন বা মাসিক ভিত্তিতেও অনুদান বা সাহায্য করতে পারেন ।
আপনার অনুদান ছোট হলেও ক্ষতি নেই। শব্দলিপি হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দলিপির পাশে। শব্দলিপি অনলাইনে রাখার জন্য আপনার সহায়তা কামনা করছে।
বিজ্ঞাপন বা অনুদান দিতে মন্তব্যে জানালে আমরা আপনার সাথে যোগাযোগ করবো, সাথে থাকুন ।

শব্দনীড় আপনার সহযোগীতা কামনা করছে

14shobdonir

এপার বাংলা অথবা ওপার বাংলার স্বনামখ্যাত ব্লগ, ব্লগস্পট অথবা শব্দনীড়ের মতো ওয়ার্ডপ্রেস এ তৈরী অন্যান্য ব্লগের তুলনায় শব্দনীড় সেখানে অহংকার নয়; গৌরব বোধ করতে পারে। এই সাফল্য শব্দনীড় এর নয়; শব্দনীড় এ যারা শব্দ চর্চা করেন তাদের সকলের। শব্দনীড়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল লিখিয়ের।

ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।
শব্দনীড়কে বাঁচিয়ে রাখতে আপনাদের সঙ্গ এবং আর্থিক অনুদান দুটোই প্রয়োজন। যা সম্ভব দশের সহযোগিতা এবং আন্তরিকতা ভালোবাসায়।

জানুয়ারী ২০১৭ মাস থেকে শব্দনীড়কে পুনরায় চালু করা হয়েছে সেই থেকে নিরবিচ্ছিন্ন ভাবে শব্দনীড় চালু আছে। শব্দনীড়ের আয়ের নির্দিষ্ট কোন উৎস নেই। দুই একজন সহৃদয় মানুষের সাহায্যের কারণে শব্দনীড় চালু আছে। সার্ভার কোম্পানী অনেকটা ফ্রীতেই সেবা দিয়ে যাচ্ছেন। করোনাকালে শব্দনীড়ও আর্থিক সমস্যার সম্মুখীন !

আপনার অনুদান ছোট হলেও ক্ষতি নেই। শব্দনীড় এর হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দনীড়ের পাশে। যে কোন অনুদান পাঠাতে শব্দনীড় এর অফিশিয়াল এবং পার্সোনাল হিসাব নাম্বার সংগ্রহে রাখুন। শব্দনীড় সর্বজনীন। মুক্ত বাক্ স্বাধীনতায় শব্দনীড় সকলের পাশে।

48374866_389387851802649_6736967253897510912_n

প্রবাস থেকে :

13014951_1264109813618225_1805744498_n

Azad Kashmir Zaman.
Mobile # +880 1743 918 919
NID : 464 228 1986
www

r:স্টুডেন্ট’স ভিসা প্রসেসিং ফার্মে এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি

স্টুডেন্ট’স ফরেন ভিসা প্রসেসিং ফার্মে এক্সিকিউটিভ নিয়োগ।

অস্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড, কানাডা, ইংল্যাণ্ড এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভিসা প্রসেসিং কনসালটেন্ট ফার্মে এক্সিকিউটিভ ০১ পদে বাংলাদেশী নাগরিক যে কোন আগ্রহী ব্যক্তি আবেদন করতে পারেন। প্রার্থীকে অবশ্যই স্মার্ট, আত্মবিশ্বাসী, বিনয়ী এবং পরিপাটি হতে হবে। এক আধটু অভিজ্ঞতা থাকলে ভালো।

শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স বা অনার্স পড়ুয়া বা সম্পন্ন।
কর্মঘন্টা : 10:30 – 17:00
পারিশ্রমিক : ১০,০০০ টাকা (স্টার্টিং)
সাপ্তাহিক ছুটি থাকবে।

ছবি সহ আপনার বায়োডাটা মেইলে পাঠিয়ে দিন।
[email protected]

Contact –
Q1. International.

Sadek Rahaman. (M.D)
01711 283 220 (Mob)

BIT central plaza
Holding no – 95
Room – 213
Lift 2nd Floor
Green Road, Farmgate.

Dhaka, Bangladesh.

জার্নাল এবং প্রাসঙ্গিক কিছু কথা

জার্নাল এবং প্রাসঙ্গিক কিছু কথা …
শব্দনীড়ে সকলের জন্য প্রাসঙ্গিক কিছু কথা।

সুপ্রিয় শব্দনীড় বন্ধু সমীপে।

শব্দনীড় আজ ৪ মাস ২০ দিন বয়স পেরুচ্ছে। সকলের শব্দনীড়ের নতুন অভিযাত্রায় প্রয়োজনীয় মাত্রাও সহযোগ করেছে। ইতিমধ্যে যেখানে ২,৫৮৯ টি পোস্ট সঞ্চিত হয়েছে। এবং ২,৩৭১ টি নতুন পোস্ট প্রকাশিত হয়েছে। বাকিরা খসড়া অথবা অপেক্ষমান ঘরে নিরাপদ জমা আছে। মন্তব্য সংখ্যা ১২,৯৪০ টি। নিবন্ধিত ব্লগার ১১০ জন। পূর্ব এখানে।

এপার বাংলা অথবা ওপার বাংলার স্বনামখ্যাত ব্লগ, ব্লগস্পট অথবা শব্দনীড়ের মতো ওয়ার্ডপ্রেস এ তৈরী অন্যান্য ব্লগের তুলনায় শব্দনীড় সেখানে অহংকার নয়; গৌরব বোধ করতে পারে। এই সাফল্য শব্দনীড় এর নয়; শব্দনীড় এ যারা শব্দ চর্চা করেন তাদের সকলের। শব্দনীড়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল লিখিয়ের।

ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।

চলতি শব্দনীড় নিয়ে শব্দনীড় যে স্থির এবং অবিচল সিদ্ধান্তে এখনও অটল রয়েছে, অতি সম্প্রতি অভিজ্ঞতার আলোকে পুনশ্চ তা সকলের সাথে শেয়ার করতে চায়।

aaa_3

পুরোনো অনেকেই অবগত আছেন যে, পূর্বের বিশাল ডেটা সম্পন্ন সার্ভার ভাড়া পরিশোধের সুনিশ্চিত উৎস বা উপায় বের করতে না পারায় শব্দনীড়কে বন্ধ হতে হয়েছিলো। পরবর্তীতে সকল ডেটা ব্যতিরেকেই জিরো ডেটায় শব্দনীড়কে পুনরায় অবমুক্ত করা হয়। যেখানে প্রথম এবং প্রধান যে নিশ্চয়তাটি ছিলো সেটা হচ্ছে, শব্দনীড় এর ব্যয়ভার মেটাতে কারু কাছ থেকে অর্থ চেয়ে সাহায্য পোস্ট আহবান করা হবে না। এর ব্যত্যয় আজও ঘটেনি, ভবিষ্যতেও সম্ভাবনা নেই।

অবমুক্তির আগে পরে স্বেচ্ছায় এবং ঐচ্ছিকভাবে পূর্ব সার্ভারের বকেয়া পরিশোধে, অনুদানের প্রতিশ্রুতিতে যারা কমবেশী এগিয়ে এসেছিলেন, এমনকি এককভাবে যিনি নির্বাহের ভার বহনেও স্বাক্ষর রেখেছিলেন সকলের প্রতি শব্দনীড় কৃতজ্ঞ।

তাদের সমন্বয়েই শব্দনীড় চলবে যারা নির্মোহে শব্দনীড় এর প্রতি হাত বাড়াবেন।

যেখানে থাকবে না কারু মালিকানা অথবা কর্পোরেট ধারণার বিশেষ কোন ছায়া। নির্বাহের ভার একক অথবা যৌথ বহন করলেও শব্দনীড়ের মালিকানা শব্দনীড় ব্লগারদের। অনুদানকারী কেবল অভিভাবক মাত্র। শর্ত নয়; পরামর্শই হবে পাথেয়।

Divider 7a

পরিশেষ : নিজে লিখুন; সহ-ব্লগারের লিখায় মন্তব্য দিন। ব্লগিং হোক সৌহার্দ্যের।
ভালো থাকুন। আনন্দে থাকুন। সর্বোপরি শব্দনীড় এর পাশে থাকুন। ধন্যবাদ।

rrr

a:শব্দনীড়ের প্রাসঙ্গিক কিছু কথা

শব্দনীড়ে সকলের জন্য প্রাসঙ্গিক কিছু কথা

সুপ্রিয় শব্দনীড় বন্ধু সমীপে।

শব্দনীড় আজ প্রায় ১ মাস ৪ দিন পার করছে। আপনার বা আমাদের শব্দনীড় তার অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যে প্রায় ১,০২১ টি পোস্ট সঞ্চিত হয়েছে। এবং যার মধ্যে ৮৫৬ টি নতুন পোস্ট প্রকাশিত হয়েছে। বাকি গুলোন খসড়া অথবা অপেক্ষমান ঘরে নিরাপদ জমা আছে। মন্তব্য সংখ্যা ৫,০৭৩ টি। নিবন্ধিত ব্লগারের সংখ্যা ৬৯ জন।

এপার বাংলা অথবা ওপার বাংলার স্বনামখ্যাত ব্লগ, ব্লগস্পট অথবা শব্দনীড়ের মতো ওয়ার্ডপ্রেস এ তৈরী অন্যান্য ব্লগের তুলনায় শব্দনীড় সেখানে অহংকার নয়; গৌরব বোধ করতে পারে। এই সাফল্য শব্দনীড় এর নয়; শব্দনীড় এ যারা শব্দ চর্চা করেন তাদের সকলের। শব্দনীড়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল লিখিয়ের।

ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।

চলতি শব্দনীড় এ কয়েকটি নিয়ম বিদ্যমান রয়েছে যা অবশ্যি জানা প্রয়োজন।

সতর্কতা :
www

শব্দনীড় এ লিখা প্রকাশের ৪৮ ঘন্টা পর প্রকাশিত পোস্ট পুনর্বার সম্পাদনা করা যাবে না। সুতরাং পোস্ট প্রকাশের ক্ষেত্রে তাই সতর্ক সাবধানতা অবলম্বন করুন।

red কারণ :
প্রাথমিক পর্যায়ে সহজ সাধারণ কোন লিখাকে পরবর্তীতে কারু অগোচরে কেউ যেন সংশোধন করে ব্লগকে বিতর্কিত করে তুলতে না পারে এই জন্য সাবধানতা।

যে কোন পোস্ট প্রকাশের দিন থেকে ১৪ দিন পর উক্ত পোস্টে নতুন করে ভিন্ন কেউ মন্তব্য প্রদান করতে পারবেন না। এমনকি লিখক স্বয়ং তাঁর নিজস্ব পোস্টে মন্তব্যের প্রতি-মন্তব্যও দিতে পারবেন না। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা পদ্ধতি।

search_btn সাময়িক সমাধান :

সঞ্চালকের সাথে যোগাযোগ করে সম্পাদনা বা মন্তব্যের ব্যবস্থা করতে পারবেন।
[email protected]

aaa_3

নিবন্ধন নিয়ে ব্লগারে’র সক্রিয়তা লক্ষ্য করা না গেলে ৬০ দিন পর নিবন্ধিত আইডি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। পুনঃ নিবন্ধিত হলেও গতি লক্ষ্য করা হবে।

aaaaa2013

মন্তব্যের ঘরে ফটো আপলোডার ব্যবস্থা পূর্বে ছিলো। এখনও আছে। দুঃখজনক যে কেউ কেউ ২ থেকে ৪ মেগাবাইটের ছবি আপলোড করায় মিডিয়া সার্ভার ভারি হয়ে গিয়ে ব্লগের গতি কমে যায়। তাই মিডিয়া url ব্যবস্থা চালু আছে। সার্ভার থেকে মিডিয়া মুছে গেলেও ভিন্ন সাইট থেকে ইমপোর্ট করা img url ছবি থাকবে।

Divider 7a
পরিশেষ : নিজে লিখুন; সহ-ব্লগারের লিখায় মন্তব্য দিন। ব্লগিং হোক সৌহার্দ্যের।
ভালো থাকুন। আনন্দে থাকুন। সর্বোপরি শব্দনীড় এর পাশে থাকুন। ধন্যবাদ।

rrr

a:ব্লগ উন্নয়নের কাজ চলছে এবং নতুন কমেন্ট বক্স যুক্ত হলো

cmmnt1
এরর (কর্মহীন) কমেন্ট বক্স।

প্রিয় ব্লগার বন্ধুরা।
শব্দনীড় এর শুভেচ্ছা নিন।

পোস্টের কমেন্ট বক্স উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে চলেছি। শব্দনীড় যে কোন আধুনিকতায় বিশ্বাস করে বিধায় নতুন নতুন স্ক্রিপ্ট সংযোজনের চেষ্টা অব্যহত রেখেছে।

নতুন কমেন্ট বক্স পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। এই উন্নয়ন টুকু সাফল্য না পেলে আমরা আবার ডিফল্ট কমেন্ট বক্স এ ফিরবো অথবা নতুন কিছু চেষ্টা করবো। ব্লগিং এ অনভিপ্রেত এমন সমস্যার জন্য শব্দনীড় সবার ধৈর্য্য আশা করছে।

শব্দনীড় এর সাথে থাকুন। শব্দনীড় হোক আপনার বন্ধু। ধন্যবাদ।

শব্দনীড় ব্লগে বিজ্ঞাপন প্রকাশে তথ্য বিস্তারিত এবং ট্যারিফ

1406566799_n সম্মানিত সকল আগ্রহী বিজ্ঞাপনদাতা ব্যাক্তি অথবা প্রতিষ্ঠান। আমাদের শুভেচ্ছা গ্রহন করুন।

আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্ম পরিচিতি অথবা বিশেষ কোন ইভেন্ট প্রচার; যা শব্দনীড় এর বিজ্ঞাপন নীতিমালার আওতায় পড়বে, তা প্রচারে প্রসারে শব্দনীড় কর্তৃপক্ষ বিজ্ঞাপন প্রকাশের প্রয়োজনীয় তথ্যবিস্তারিত এবং ট্যারিফ সংক্রান্ত খসড়া নীতিমালা প্রকাশে ব্লগের প্রয়োজনে নীতিগতভাবে উদ্যোগী হলো। আশা করা যাবে, উৎসাহীরা আগ্রহী হবেন।

Prog প্রদশর্নী মূল্যমান পার্থক্যে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য কয়েকটি স্থান যেমন :

০১. হোম পেজ হেডারের নিচে। প্রত্যেক পাতায় দেখা যাবে। মাপ 468×60 px
০২. হোম পেজ এর দ্বিতীয় কলাম। বিজ্ঞাপন মাপ 208×450 px
০৩. হোম পেজ এর তৃতীয় কলাম। বিজ্ঞাপন মাপ 180×450 px
০৪. ফুটার। বিজ্ঞাপন মাপ 940×80 px (প্রত্যেক পাতায় দেখা যাবে)
________________________________________

star প্রদশর্নী মূল্যমান মাসপ্রতি :

০১. ৬০০০
০২. ৪০০০
০৩. ৩৫০০
০৪. ১০০০০
___________________________

প্রত্যেকটি বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতা কর্তৃক সরবরাহকৃত হতে হবে।

search_btn বিশেষ সুবিধাসমূহ।

1. Animate / Fixed Image = one click link.
2. GIF or Flash এনিমেশন (SWF) or Java Script এনিমেশন।
3. মাসে এড চেঞ্জ করা যাবে। পরিবর্তনে জন্য সময় হাতে রাখতে হবে।
___________________________

stock-vector-tick-sign-36206047 মাসিক বিল: সম্পূর্ণ অগ্রীম।
বাংলাদেশে প্রচলিত যে কোন বিনিময় যোগ্য মুদ্রায় করা যাবে।

মেয়াদকাল : প্রান্তিক অথবা মেয়াদী, দীর্ঘকালীন অথবা বাৎসরিক।
* দীর্ঘ মেয়াদী বিজ্ঞাপনের প্রদর্শনী মূল্য আলোচনা সাপেক্ষে।
Divider 7a

শব্দনীড় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয়তা সহ ব্লগার ট্রাফিকে দ্বিতীয় তম অবস্থানে রয়েছে। দেশ এবং আন্তর্জাতিক পরিসংখ্যানে শব্দনীড় এর আলেক্সা পরিসংখ্যান ঈর্ষণীয়। আপনার বিজ্ঞাপনের জন্য আপনি শব্দনীড়কে পছন্দ করেছেন জন্য আপনাকে সহ আপনার প্রতিষ্ঠান এর প্রতি আমাদের শুভকামনা।
পরিশেষে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ।

sn_logo_new 2017

Cell: 01743 918 919 / 01965 371 316

Email:
[email protected]
[email protected]
story

সাইটের নাম : শব্দনীড় Shobdonir
ব্লগ : https://www.shobdonir.com
ধরণ : শব্দনীড় একটি বাংলা সামাজিক ব্লগ
A community blog in Bangla language

Facebook fan page:

logo_2 শব্দনীড় | বাংলা ব্লগ
Community

শব্দনীড় বাংলা ব্লগে বিজ্ঞাপন দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শব্দনীড়ের এখন যা প্রয়োজন

গত ১লা অক্টোবর থেকে ন্যূনতম ১ বৎসরের জন্য শব্দনীড় ব্লগ চালু করার যে চেষ্টা নেয়া হয়েছিলো; আর্থিক অপর্যাপ্ততা এবং অর্থপ্রাপ্তির সুনিশ্চিত সম্ভাবনা না থাকার কারণে ব্লগকে পুনরায় চালু করা সম্ভব হয়নি। তারপরও শব্দনীড় আশাবাদী।

শব্দনীড়কে বাঁচিয়ে রাখতে আপনাদের সঙ্গ এবং আর্থিক অনুদান দুটোই প্রয়োজন। যা সম্ভব দশের সহযোগিতা এবং আন্তরিকতা ভালোবাসায়। শব্দনীড় ফিরবে শিঘ্রই। এমনটা একসময় বলা হলেও চলতি জানুয়ারী ২০১৭ মাস থেকে শব্দনীড়কে পুনরায় চালু করা হলো। তবে কিছুটা শর্ত সাপেক্ষে। আমরা বুঝতে চাই চলতি শব্দনীড় এর সার্ভার চাহিদা কতটুকু। টাকার বা আর্থিক সহযোগিতার প্রয়োজন কতটুকু।

আপনার অনুদান ছোট হলেও ক্ষতি নেই। শব্দনীড় এর হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দনীড়ের পাশে। যে কোন অনুদান পাঠাতে শব্দনীড় এর অফিশিয়াল এবং পার্সোনাল হিসাব নাম্বার সংগ্রহে রাখুন। শব্দনীড় সর্বজনীন। মুক্ত বাক্ স্বাধীনতায় শব্দনীড় সকলের পাশে।

14448947_1259987634073938_5610667482702849130_n

14484830_1259987694073932_4799577595279310066_n

প্রবাস থেকে :

13014951_1264109813618225_1805744498_n

Azad Kashmir Zaman.
Mobile # 01743 918 919
NID : 102 202 019 8369
www

r:ফেরা না ফেরার দোলাচল থেকে আসুন শব্দনীড় চালু করি

sn_logo_newdeeee শব্দনীড়ের প্রতি আপনাদের আগ্রহের জন্য ধন্যবাদ।

shobdoneer.com কে আমরা পুনরায় চালু করার চেষ্টা নিয়েছিলাম। কেননা জরুরী বিষয় যেটা সেখানে সম্পৃক্ত ছিলো সেটা হচ্ছে, বিগত প্রায় ০৭ বৎসরের লিখিত এবং প্রকাশিত সব ব্লগারদের নিবন্ধন এবং লিখা বা খসড়া অংশ সহ মন্তব্য। এবং মিডিয়া। এখন সকল নিবন্ধন, প্রকাশিত পোস্ট, মন্তব্য ব্যতিরেকে shobdonir.com পরীক্ষামূলক পর্যায়ে অবস্থায় রাখা হলো।

সবার জানার অধিকার রয়েছে যে, ভবিষ্যত পরিকল্পনায় আর্থিক বিষয়টি মাথায় রেখে একটি অর্থ ব্যবস্থাপনা কমিটি গড়ে তুলবার চেষ্টা নেয়া হচ্ছিল। হয়ে যায় হয়ে যায় করেও সেটা বেশিদূর আর এগোয়নি। দেই দিচ্ছি’র আশ্বাসেও শব্দনীড় ঠাণ্ডা মাথায় অপেক্ষা করেছে। পারস্পরিক সমঝোতা এবং সবকিছু তেমন অনুকূল হবে কিনা এমন প্রশ্ন যখন তৈরীই হয়ে উঠছিলো তখন দেরি শব্দটি দেরীর দোলাচলে না রেখে পরীক্ষামূলক ভাবে পুনরায় চালু করার মনস্থির করা হলো।

বর্তমান শব্দনীড় সার্ভার এ কি পরিমান চাপ বা চাহিদা সৃষ্টি করে আমরা এখন লক্ষ্য করা শুরু করবো। যদি সম্ভব হয় আমরা নিম্নের কিছু শর্তালোকে শব্দনীড় এর পুরানো সব বন্ধুদের পাশে পেতে চাই। শুধু ব্লগারই নয়; আমরা চাই শব্দনীড় পাঠক, লেখক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা সকলের সমপৃক্ততা। আপনারা আসুন। আপনারাই শব্দনীড় এর প্রাণ এবং ভবিষ্যত।

এখন যেটা করণীয় :
www

* নতুন করে নিবন্ধন করুন।
নিবন্ধনের পর আপনার প্রোফাইলে ছবি যুক্ত করুন। কেননা ছবি বিহীন কোন আইডি অনুমোদন দেওয়া হবে না। সম্ভব হলে আপনার ফেসবুক আইডি প্রোফাইলে যুক্ত করুন। নিস্কৃয় আইডি সমূহকে আমরা পর্যবেক্ষণে রেখে অসন্তোষজনক মনে হলে মুছে দিতে পারি।

বিশেষ ভাবে মনে রাখুন পূর্ববর্তী shobdoneer.com এর পোষ্ট ,আইডি এখানে সক্রিয় হবে না বা ফিরে পাওয়াও যাবে না। আমরা আপনার জিজ্ঞাসার জবাব বিশেষ করে যারা এখানে নিবন্ধন নেবেন তাদেরটা ছাড়া নিবন্ধনহীন বাকিদের প্রশ্নের জবাব ফেসবুকে দেওয়ার চেষ্টা করবো। shobdonir.com সম্পর্কিত মন্তব্যের জবাব পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক মন্তব্যের জবাব দেয়া যাবে না। প্রশ্ন বা মন্তব্য অবশ্যই পোষ্ট সংশ্লিষ্ট হতে হবে ।

চলতি প্লাটফর্মটি কয়েকজন সু হৃদের আশ্বাসের ভিত্তিতে চালু করা হলো। পারস্পরিক সম্পর্ক অথবা আর্থিক বিষয়টিও নিয়মিত না থাকলে এই সাইটও কতদিন চালু রাখা সম্ভব হবে সেটাও প্রশ্নের বাইরে নয়। আপনারাই আমাদের বিকল্প এবং একে অন্যের পরিপূরক। আপনাদের অংশগ্রহণে থাকলে আমরা হয়তো নিয়মিত নিরাপদ হতে পারবো। বাকিটা আপনাদের সহযোগীতায়।

পরিশেষে সকলের প্রতি আমার হার্দিক কৃতজ্ঞতা। ভালো থাকুন। আনন্দে থাকুন। সর্বোপরি শব্দনীড় এর সাথে থাকুন। ধন্যবাদ। সবার জন্য শুভকামনায়। …