মাতৃত্ব বলয়

মাতৃত্ব বলয়

কোন কাল্পনিক শক্তিতে দেখতে চাই না আর
এই বিশ্বের মাতৃত্ব পরশ ভূমি? দেখতে চাই-
সূর্যমুখী ফুলের নির্যাসে- রৌদ্রোজ্জ্বল বাস্তবায়!
যেখানে বিনম্র শ্রদ্ধা থাকবে, স্নেহ মায়া থাকবে,
কিন্তু বিদ্বেষ রূপে কোন ল্যাভাস থাকবে না- না;

সর্বোপরি অমৃত সুরে জয় গান কামনা করি সাম্য
দেখতে চাই না আর অসাম্য মাতৃত্বের স্বর্ণফুল;
যে ঘ্রাণে শিখাবলয় বাংলার মাটিকে করবে মুখরিত
আমি সেই মায়ের মাতৃত্ব দেখতে চাই! বকুলের
গাঢ় সবুজ পাতায় বিশ্বময় হোক মাতৃত্ব বলয়।

২৪ ফাল্গুন ১৪২৫, ০৮ মার্চ’১৯
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “মাতৃত্ব বলয়

  1. "যে ঘ্রাণে শিখাবলয় বাংলার মাটিকে করবে মুখরিত
    আমি সেই মায়ের মাতৃত্ব দেখতে চাই! বকুলের
    গাঢ় সবুজ পাতায় বিশ্বময় হোক মাতৃত্ব বলয়।"

    অসাধারণ আবাহন। প্রচ্ছদ ছবিটিও মনকাড়া। অভিনন্দন মি. আলমগীর সরকার।

    1. জ্বি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

  2. খু্ই ভালো হয়েছে কবি লিটন ভাই। বৈকালিক শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি সৌমিত্র দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

  3. আজকের লেখাটিও সুন্দর হয়েছে কবিবাবু।

    1. জ্বি রিয়া দিদি
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

  4. অনেক সুন্দর আহবান,, ভালো লাগলো প্রিয় কবি,    

    1. জ্বি সুজন দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।