বারমুডা রহস্য
যেভাবে সব চলবে ভাবা হয় সেভাবে কিছুই চলে না
একা নাবিক সমুদ্রের ঘনত্ব মেপে ক্লান্ত হয় এক সময়ে
একটা কুয়াশার বৃত্তের ঘেরাটোপ ছেঁড়ার ব্যর্থ চেষ্টায়
চারদিক চোখের ফিতেয় মেপে দেখে মাস্তুলে এমনকি
গাংচিলও নেই, বড় একার অন্ধকার নেমে আসে গিলে খায়
ঘুরতে থাকে রহস্যগন্ধী ট্র্যাঙ্গল আস্ত জাহাজ ও নৌমানুষ
খাওয়ার উদগার তুলে যেখানে ঝড়জল কখনো থামে না।
এমনকি
গাংচিলও নেই ,বড় একার অন্ধকার নেমে আসে গিলে খায় ….
"বারমুডা রহস্য" মাত্র কয়েকটা লাইনের কবিতা।এক পৃথিবী গোলক ধাঁধা রহস্য আছে এখানে। এমন রহস্য উন্মোচন করতে আমার ভীষণ ভাললাগে। কবিতাটা স্বার্থক হয়েছে।শুভ কামনা।
সুন্দর মন্তব্য বোন হাসনাহেনা রানু। শুভেচ্ছা।
কবিতায়ও রহস্য রয়ে গেলো প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। অভিনন্দন সহ শুভ সকাল।
ঠিক বলেছো প্রিয় ভাই। ধন্যবাদ নিও।
বেশ ভাবনাময় কবি দা
শুভেচ্ছা কবি লিটন ভাই।
পৃথিবীর ভয়াবহতম একটি যায়গা যেখান থেকে কোন জাহাজ বা এয়ার প্লেইনই ফিরে আসতে পারে না।
সঠিক বলেছেন কবি এইচ এম শরীফ ভাই। ধন্যবাদ।
বারমুডা ট্রায়াঙ্গলকে জীবনের সমার্থক হিসেবে পেলাম। অসাধারণ ব্যঞ্জনাময় এই কবিতা।
মনে মুগ্ধতা লেগে রইলো কবি!
আপনার মুগ্ধতায় আপ্লুত হলাম ডেজারট ভাই। ছিলেন কোথায় !!!
শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ সাজিয়া আফরিন।