প্রলম্বিত ছায়া কাহিনী

প্রলম্বিত ছায়া কাহিনী

তবুও মাঝেমাঝে ফিরতি পথে আমার প্রলম্বিত ছায়া কথা বলে উঠে
কথা বলে উঠে অশরীরী মানুষ অথবা প্রেতাত্মার মতো
আমিও নিমিষেই হয়ে উঠি অযত্নে পড়া তানপুরার সুর
টাইমট্রাভেল করে মাড়িয়ে যাই আগন্তুক সময়ের বাহুডোর
তবুও মহাকাল নিয়তবায়ুর মতো আসামির কাঠগড়া হয়
আমিও থমকে দাঁড়িয়ে পড়ি চলন্ত পথের উপর….!

কিছু কিছু পাপ সাপ হয়
লকলকে জিব বের করে দোতারার মতো হাসে
আমি আবারও ফিরে যাই জন্মের কোটি কোটি বছর আগে
অবাক চোখে দেখি মহাকাল সবাইকে সমান ভালোবাসে!

আমি আবারও সেতারের খোঁজে নিয়ত পথের সাথী হই
মুদ্রিত বইয়ের পৃষ্ঠাগুলো কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই
যক্ষ্মা রোগীর মতোন কাশে
আমি আবারও আরণ্যক হই
যখন দেখি মহাকালের পিঠে সওয়ার হয়ে চামচিকারাও
হাসে!!!

তবুও তপতীর সকাল, বিকাল, সন্ধ্যা গড়িয়ে যায়……
কাম আর প্রেম গড়িয়ে নেয় সম্পর্কের নতুন মায়াজাল
ভব্য হঊক
অথবা
অভব্য হঊক
আমি বলতে চাই, আমিই কাল… আমিই মহাকাল….!!

3 thoughts on “প্রলম্বিত ছায়া কাহিনী

  1. 'কিছু কিছু পাপ সাপ হয়
    লকলকে জিব বের করে দোতারার মতো হাসে
    আমি আবারও ফিরে যাই জন্মের কোটি কোটি বছর আগে
    অবাক চোখে দেখি মহাকাল সবাইকে সমান ভালোবাসে!' গ্রেট জব কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আমি আবারও সেতারের খোঁজে নিয়ত পথের সাথী হই
    মুদ্রিত বইয়ের পৃষ্ঠাগুলো কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই।

    শুভেচ্ছা প্রিয় কবি দা। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।