আরো চাই আরো চাই

ব্যাংকে কাড়ি কাড়ি টাকা,
তবু আমার পকেট ফাঁকা।
ঘর ভরেছি সোনা দানায়-
মেলেনা তিল ঠাই,
আমার আরো চাই আরো চাই!

চড়ি সবচে দামী গাড়ী,
মেঘের ও উপরে বাড়ি।
অসংখ্য দাস দাসী আছে-
তবু কিছুই নাই,
আমার আরো চাই আরো চাই!

খেতে খেতে সব খেয়েছি,
যা দেখেছি যা শুনেছি।
তবু আমার পেটটা খালি-
চরম খিদে ভাই,
আমার আরো চাই আরো চাই!

বন্দী করে সূর্যের আলো,
তাতে তাড়াই আঁধার কালো।
কিনারাহীন সমুদ্রতেও-
খুঁজে নিলাম ঠাই,
আমার আরো চাই আরো চাই!

জগত চালাই ঘরে বসে,
ভিন্ন গ্রহের বসবাসে।
পাতাল ফুড়ে তুলে নিলাম-
প্রয়োজন যা তাই,
আমার আরো চাই আরো চাই!

বেঁধে রাখতে বয়সটাকে,
ছুটে চলি কল্পলোকে।
অচল অসাড় দেহতে প্রাণ-
দিতে পারি নাই,
আমার আরো চাই আরো চাই!

10 thoughts on “আরো চাই আরো চাই

  1. বন্দী করে সূর্যের আলো,
    তাতে তাড়াই আঁধার কালো।
    কিনারাহীন সমুদ্রতেও-
    খুঁজে নিলাম ঠাই,
    আমার আরো চাই আরো চাই! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়

  2. আসলেই তাই কবি বাবু দা। আমাদের যা প্রয়োজন সব নিশ্চিত হলেও আমাদের আরও চাই।  

    1. অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

  3. আরও কে না চায় কবি বাবু ভাই। এই আরও তেই ব্যবসা ঝুলে আছে, বেঁকে আছে চেতনা। আরও'র কাছে তুচ্ছ সব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কবিতা টা প্রকাশ করেছেন কবি । অপূর্ব প্রকাশ। যার পাহাড় সম টাকা আছে তার আরও চাই চাই । ধন্যবাদ আপনাকে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_negative.gif

  5. আমার অনেক আছে প্রিয় কবি। তবু বলি আরও চাই আরও চাই! অল্পতে আমাদের মন ভরে না যে! তাই বলি আরও চাই। 

    কবিতায় মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।

    1. অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_scratch.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।