এলোমেলোই শৈশব
তোর সকালে আলো হব
তোর চোখেতে হব দারুণ সব
তোর শহরে ঘুরবো এসে
গ্রাম থেকে এলোমেলো শৈশব।
তোর মুখেতে সুর মেলাবো
তোর বয়সে হব কারণ-ছন্দ
তোর শরীরের গন্ধ মেখে
কাটিয়ে দেব বিষাদ-আনন্দ।
তোর সুখেতে আমার সুখ
তোর হৃদয়ে উপচে পড়া শুরু
তোর রঙেতে হিরণবর্ণ
রক্ত শিরায় বন্ধুটাই তুই পুরো-
১৪.০৩.১৯ ইং | ঢাকা
সরল লিখায় অভিনন্দন প্রিয় কবি টিপু সুলতান।
পদ্যের রেশ থাকায় চমৎকার লাগলো কবিতাটি প্রিয় কবি সুলতান ভাই।
আবারও মুগ্ধতা কবি দা।