বিরলে তুমি সখা একফালি চাঁদ

রাতে নাকি তোমার মেটাবলিজম ভালো হয় না।
গ্রীন টি এর সাথে কতকটা স্বেদবিন্দু নিয়ে দেখো চোখের জলেরও কিছু বলার ছিলো –
পুবপাড়ার রেস্তোরায় এক দঙ্গল মাছির মধ্যে আমার পায়ের গোড়ালিতে ছিলো ইডিপাসের মর্মান্তিক ফাঁসের রজ্জু।
তুমি বললে চারটা আকাশ একসাথে করলেও ক্ষরণের জ্বালার তীব্রতা কমে না – খুনী হতে হয় –

বধির হতে চেয়েছিলাম – বার বার কালীদহের কাছে প্রশ্ন – তুমি এমন কেন হে ?
পাহাড়ের কোলে তোমার বুকের এক একটা গাঁথুনি খুলে দিতে গেলে নির্জনতা ভেদ করে স্বরায়ন —
বোঝে না চশমার আস্তিনে ঢাকা হিমালয় পাহাড় –
আক্ষেপ করো ক্যাকটাসের মতন – তুমি তো সমভুমি নও সখি !!

14 thoughts on “বিরলে তুমি সখা একফালি চাঁদ

  1. মনকাড়া লেখনী।

    ❤️ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন প্রিয়জন❤️

  2. বেশ ক'বারের পঠনের চাইতে আবৃতি করলে বেশ লাগে আপনার কবিতা। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আচ্ছা আপনি আবৃত্তি রেকর্ড করে আমাকে পাঠান । আমি শুনতে চাই মুরুব্বী । https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. অসাধারণ কবি বোন নাজমুন নাহার।

    1. ধন্যবাদ তুবা । শব্দনীড়ে তোমাকে পাই ভালো লাগে । 

      ভালো থেকো । 

  4. বধির হতে চেয়েছিলাম — বার বার কালীদহের কাছে প্রশ্ন —- তুমি এমন কেন হে  ? চমৎকার উপস্থাপন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।