মানুষেরা বেশিদিন নত থাকে না
কবিতা তোর কাছে
কিছু শব্দ প্রার্থনা করি।
আঘাতের বর্ণে উচ্চারিত কিছু শব্দ
সম্প্রসারিত ভাবের গঠনে কোন বাক্য।
সে বাক্যে “মুক্তি” হবে স্পন্দিত!
মানুষ কী দেখেনি সূর্যের অভ্যুত্থান?
আমাদের অভিধানে হেরে যাবার মতো
কোন শব্দ ছিল না!
কবিতাও কখনও কখনও সময়ের কথা বলে।
মানুষেরা বেশিদিন নত থাকে না। মানুষেরা বেশিদিন নত থাকে না।
সমকালীন প্রেক্ষাপটে সঠিক বলেছেন স্যার।
অসাধারণ কবি সুমন আহমেদ ভাই।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
ছোট ছোট কথায় অসম্ভব সুন্দর লিখেন আপনি। অভিনন্দন কবি সুমন দা।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
আমাদের অভিধানে হেরে যাবার মতো কোন শব্দ ছিল না !
চমৎকার নির্মাণ। শেষের লাইনটা কবিতাটা কে অন্য মাত্রায় নিয়ে গেছে। শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর সুমন আহমেদ।
ধন্যবাদ শাকিলা তুবা।
সুন্দর! শব্দ চয়ন ভালো লাগলো।
শুভেচ্ছা ভাই..
ধন্যবাদ মামুন ভাই।