ভেজাল

মাছে ভেজাল মাংসে ভেজাল মনেও ভেজাল ভাই,
বিয়ে ভেজাল বউয়েও ভেজাল আসল কোথাও নাই।
প্রেমে ভেজাল ডেটে ভেজাল ভেজাল জেনে শুনে,
ব্যাংকে ভেজাল র‍্যাংকে ভেজাল ভেজাল গুণে গুনে।

ভাইয়ে ভেজাল বোনে ভেজাল ভেজাল চাচায় মামায়,
সোনায় ভেজাল রুপায় ভেজাল ভেজাল পয়সা টাকায়।
নেতা ভেজাল মন্ত্রী ভেজাল ভেজাল বুদ্ধিজীবী,
ধনে ভেজাল মানে ভেজাল ভেজাল শিল্পী কবি।

মাজার ভেজাল পীরে ভেজাল ভেজাল ভন্ড বাবা,
বিবেক ভেজাল বুদ্ধি ভেজাল আসল কুরআন ক্বাবা।
শীতে ভেজাল গরম ভেজাল ভেজাল বৃষ্টি জলে,
ভেজাল চাষীর ভেজাল সারে ভেজাল ফসল ফলে।

রাতে ভেজাল দিনে ভেজাল ভেজাল চাঁদের আলোয়,
সাদায় ভেজাল লালে ভেজাল ভেজাল আধাঁর কালোয়।
গ্রহ ভেজাল তাঁরায় ভেজাল ভেজাল সময় ক্ষণ,
ভেজাল শক্তি ভেজাল ভক্তি ভেজাল মানুষ জন।

শাস্ত্র ভেজাল গণিত ভেজাল ভেজাল কবিরাজ,
ওষুধ ভেজাল সেবা ভেজাল ভেজাল শরম লাজ।
শুরু ভেজাল শেষেও ভেজাল ভেজাল জ্ঞান গরিমা,
আসল আমার আল্লাহ তায়ালা, জনম দুঃখী মা।

12 thoughts on “ভেজাল

  1. শুরু ভেজাল শেষেও ভেজাল ভেজাল জ্ঞান গরিমা,
    আসল আমার আল্লাহ তায়ালা, জনম দুঃখী মা।

    1. ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

  2. মায়ের মমতাতেই ভেজাল নাই। বাকি সব ভেজাল।

    1. ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. দুনিয়াটাই কি তাহলে ভেজালের ভীড়ে হারিয়ে যাবে একদিন? :(

    1. হয়তোবা।

      ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।

  4. শাস্ত্র ভেজাল গণিত ভেজাল ভেজাল কবিরাজ,
    ওষুধ ভেজাল সেবা ভেজাল ভেজাল শরম লাজ।
    শুরু ভেজাল শেষেও ভেজাল ভেজাল জ্ঞান গরিমা,
    আসল আমার আল্লাহ তায়ালা, জনম দুঃখী মা। – 

    অসাধারণ স্তবক! শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।।

    1. ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।,

    1. ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।;

মন্তব্য প্রধান বন্ধ আছে।