মনের স্থান কোথায় শরীরে?

সারাদিন কাজের শেষে সন্ধ্যা নামতেই
ক্লান্তিতে আমার শরীর ঘুম ঘুম
আমি স্বপ্ন দেখছি আধখোলা চোখে
– তোর সাথে প্রেম করছি

বাতাসে বাঁশের ঝাড় দুলে উঠতেই শোঁ শোঁ শব্দ
আকাশে এত্তবড় একটা চাঁদ
আর বাঁশ ঝাড় চুইয়ে জ্যোৎস্না নামছে
তোর মাথা আমার কাঁধে
আমার হাত তোর কোলে
তুই চুমু খেতেই স্বপ্ন ভেঙে গেলো

আমি গা ঝাড়া দিয়ে উঠে আবার ছুটলাম কাজে

আমার পুরাটাই শরীর
মনের স্থান কোথায় শরীরে?

তবুও চোখ যে কেন স্বপ্ন দেখে?

3 thoughts on “মনের স্থান কোথায় শরীরে?

  1. কোটি টাকার প্রশ্ন !!! শুভেচ্ছা প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. চোখ থাকলে দেখবে আর হৃদয় থাকলে মগজ প্রসারিত হবে কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।