স্বীকারোক্তি
তোর চোখেই লুকিয়ে রেখেছি
বাহাত্তর বছরের লজ্জা,
তোর গালের কালিতে
আমার শাসনের বর্তমান।
প্রত্যেক বছর অন্তত দুবার
জনসমক্ষে কসম খাই
হে হন্যমান
এবার তোর গাল চমকাবে,
সেই সূর্য ঠিকরানো ত্বকে
এবার ঠিক চুমু খাব, খাবই!
সূর্যাস্ত হলেই হুইস্কির পলকাটা গ্লাস
কি করে যে ভোলায় সব!
তবে আমি জানি
যতই রাগ কর পাঁচ আঙুলের ছোঁয়ায়
পাঁচ বছরে আমাকে ই
ভালবাসতে বাধ্য রে তুই বুরবক!
তোর চোখেই লুকিয়ে রেখেছি
বাহাত্তর বছরের লজ্জা,——চমৎকার কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
শেষের চার লাইনেই টুইস্ট। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ প্রিয় ভাই।
বাহ্
ধন্যবাদ কবি বোন ফারজানা শারমিন মৌসুমী।
সুন্দর লেখা কি করে লিখেন কবি?
আমার লিখার চাইতে আপনার লিখাকে আমি বেশী মূল্যবান মনে করি।
পছন্দ হলো।
কৃতজ্ঞতা কবি বোন শাকিলা তুবা।
শুভেচ্ছা কবি সৌমিত্র দা।
ধন্যবাদ সুমন আহমেদ ভাই।
তোর চোখেই লুকিয়ে রেখেছি
বাহাত্তর বছরের লজ্জা, চমৎকার স্বীকারোক্তি ।শুভ কামনা।
শুভেচ্ছা বোন হাসনাহেনা রানু।
যতই রাগ কর পাঁচ আঙুলের ছোঁয়ায়
পাঁচ বছরে আমাকে ই
ভালবাসতে বাধ্য রে তুই বুরবক!
মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি দাদা।
ধন্যবাদ কবি নিতাই বাবু।
অসাধারণ সব লেখায় আজ এই ব্লগে সাহিত্যের মেলা বসেছে।
কী যে দারুণ এই কবিতাটা। গভীর ভাব এবং শেষের মোচড়ে কবিতাটা অসাধারণত্ব পেল!
ভীষণ মুগ্ধ!
এক্সিলেন্ট প্রিয় ডেজারট ভাই।
এবার তোর গাল চমকাবে,
সেই সূর্য ঠিকরানো ত্বকে
এবার ঠিক চুমু খাব, খাবই!
দেরি নয় চুমু খেয়ে নিন
খেয়ে নিয়েছি মোস্তাক ভাই।
Avinondon Thaklo.
অভিনন্দন গ্রহণ করলাম কবি সফি ভাই।