অপভ্রংশ হৃদয় কি খোঁজে সভ্যতার মানে

অপভ্রংশ হৃদয় কি খোঁজে সভ্যতার মানে?

সভ্যতার অভূতপূর্ব অভ্যুদয় মানবের বিবেক দ্বারা সুগঠিত। এতোটা পথ এবং অগ্রগতির পরও এই মহাজাগতিক মানব নিজেদের নিজেকে, নিজের অপভ্রংশ ও বিচ্ছিন্নবোধ থেকে মুক্ত করতে পারেনি। আমরা যদি নিজের অর্থে খাঁটি থাকতে পারতাম তবে হাজার শতাব্দী পরও আমাদের সতত অস্তিত্বের আধারে নিজেদের সমৃদ্ধশালী জ্ঞান ও চেতনাবোধ দ্বারা সভ্যতার এই পরম সভার তাৎপর্য বুঝতে সক্ষম হতাম।

কিন্তু মানুষের হৃদয়ে যে, উদ্বায়ী উদ্বাস্তু অদর্শন তা তাঁর নিম্নবোধ এর দ্বারাই গঠিতঃ সেজন্যই কি আমরা পেছনের দিকে যাই, সেজন্যই কি আমরা পেছনের ধ্বংসের দিকে ছুটছিনা… যাঁর অন্যতম কারণ উন্নত জীবনের প্রলুব্ধ নেশাগ্রস্ত ঝলমলে আশা আকাঙ্ক্ষা চাহিদা নাকি জৈবিক চাহিদা? আসলে আপাদমস্তক যা দেখা যায়না সেটিই তাঁর লক্ষ্য।

এই সমান্তরাল গতির ধাবমান যেই লৌকিক প্রাণসঞ্চারিত সত্তা তাঁর আদর্শ রূপ কজনই বা পরিলক্ষিত “করে” করতে পেরেছে। নিজের দ্বারা নিজের প্রতারণা, নিজের দ্বারা নিজের মনের কুৎসিত অথর্ব ক্রিয়াসংঘ গড়া তা একদিন সৃষ্টির এক আস্বাদনহীন অস্বর্গীয় বিষাক্ত কাঁটায় পরিনত হবে। যা অনাস্থাগতভাবে অনাসৃষ্টির দিকে নেবে আসলে তা এক অস্বর্গীয় উন্মাদনা। কোনও বোধগম্যহীন অনুর্বর ভুমি স্বপ্নসুখাচ্ছন্ন করেনা। শান্তসমাহিত কোনো হৃদয় বর্বর দ্বারা বিভীষিকায় পরিপূর্ণ হয় তবে প্রতিনিয়ত সেখানে চলে সভ্যতার স্বাধীন সত্তার নির্দয় অপব্যবহার।

আমি সেদিনের অপেক্ষায় অপেক্ষমান এই অপেক্ষাকৃত সময়ের মধ্যে যা কিছু ঘটুক ইথার তাঁকে ভারবাহী করে ঠিকই একদিন পৌঁছে দেবে আমার কাছে। আমি আশাহত নই আবার নিরাশাবাদীও না আমি হলাম একজন সাধারণ মানুষ মানব জীবনে যাঁর দায়িত্ব আছে বিপদগ্রস্তকে পথ দেখানো। আমার চাওয়া পাওয়া নেই- সেই মানুষেরই কিছু চাওয়া পাওয়া থাকে যাঁর কিছু নেই। সেই মানুষেরই চাওয়া পাওয়া থাকে যাঁর ভিতরে দুঃস্বপ্ন জমাটবাঁধা। আসলে যাঁর কোনো দিক নির্ণয় নেই।

যার দিকমুখিতা আচরণ পৃথিবীকে পৌঁছে দেয় ধ্বংসের দিকে। আমি সেই ধ্রুপদী সময়ের জন্যই বেঁচে থাকবো বিস্তির্ণ পৃথিবীর এই বহমান পথে। যেখানে মানুষ তাঁর পদচারণা করে পদচ্যুত করে- আমি সেখানেই রেখে যাব আমার পদচিহ্ন।

সংক্ষিপ্ত
মার্চ ২৪, ২০১৯ রাতঃ ২:৪৫

4 thoughts on “অপভ্রংশ হৃদয় কি খোঁজে সভ্যতার মানে

  1. অনাস্থাগতভাবে অনাসৃষ্টির দিক আসলে এক অস্বর্গীয় উন্মাদনা। কোনও বোধগম্যহীন অনুর্বর ভুমি স্বপ্নসুখাচ্ছন্ন করেনা।

    __ কতটা যুক্তিসঙ্গত সেটা নির্ভর করবে অনেক কিছু'র সম্ভব অসম্ভবের বিবিধ চরিত্রে।

  2. মনোকথার বিশ্লেষণ দারুণ আসে আপনার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।