রীতিনীতির জীন্দালাশ
কত নিয়ম -কত রীতিনীতি
তার মধ্যে চলছে জীবন স্মৃতি!
কিসের পাপ কিসে বা মোমের খাপ
দিবানিশি জ্বলছে কত যে তাপ;
অথচ হুশ হলো না- হুশ হলো না-
ভাবি মোরা এই তো জীন্দালাশ;
ভাবি না তাও -হইয়া খাঁটি
মাটির দেহে জীন্দালাশের বাসনা বাঁশি-
উড়বে বুঝি নিয়মে দুর্বাঘাস
থাকবে শুধু রীতি নীতিতে
জোছনা আঁধার বার মাস।
দেখবে না তখন হইছে বন্ধি
দীঘল কালো পাপ আর রীতিনীতি।
১০ চৈত্র ১৪২৫, ২৪ মার্চ’১৯
—————————–
কত নিয়ম -কত রীতিনীতি
তার মধ্যে চলছে জীবন স্মৃতি! এই সঞ্চয় টুকুই আমাদের এক জীবনের সম্পদ।
অ:ট : এই পোস্টটি যেভাবে গোছানো হয়েছে অনুগ্রহ করে পরবর্তীতে প্রয়োগ করুন।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
কত নিয়ম – কত রীতিনীতি
তার মধ্যে চলছে জীবন স্মৃতি!
ঠিক তাই কবি লিটন দাদা।
এক জীবনে চলে কত রীতিনীতি,
সেই জীবনের প্রতি ধাপে ধাপে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। পিছনে ফেলে যাচ্ছি স্মৃতিময় অধ্যায়। এই তো জীবনের বাস্তব চিত্র। চমৎকার উপস্থাপন কবি।শুভেচ্ছা নিন।
জ্বি রানু আপু
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
রীতিনীতির জীন্দালাশ !! দূর্দান্ত কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
আপনার কবিতা গুলো সত্যই স্বতন্ত্রতার দাবি রাখে কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
সুন্দর।
জ্বি তুবা আপু
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
অভিনন্দ আলমগীর ভাই।
জ্বি সুমন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–